NE UpdatesAnalyticsBreaking News
ফের ১০ দিনের লকডাউন উত্তরপূর্বের রাজ্যে
১৭ জুলাই : আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ফের ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে মণিপুর সরকার। রবিবার থেকে রাজ্যে এই লকডাউন শুরু হবে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত কার্ফু বলবত থাকবে। এই সময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কাজকর্ম বন্ধ থাকবে। তবে সাধারণ মানুষ নির্দিষ্ট সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন বা প্রয়োজনে কোভিড টেস্ট করাতে পারবেন।
তাছাড়া স্বাস্থ্য বিভাগ, বিদ্যুৎ, টেলিকম, ইন্টারনেট, বিমান পরিষেবা, কৃষিকাজ ইত্যাদির সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা নিজেদের কাজ চালিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত, এর আগে মণিপুর সরকার গত ৯ জুলাই জানিয়েছিল, আগামী ২০ জুলাই পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবত থাকবে।