India & World UpdatesBreaking News

ওম বিড়লাই লোকসভার অধ্যক্ষ
Om Birla becomes new Lok Sabha Speaker

১৯ জুনঃ রাজস্থানের কোটা-র সাংসদ ওম বিড়লা-ই লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিজেপি সাংসদ বিড়লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন। টেবিল চাপড়ে সবাই তাঁকে স্বাগত জানান। শাসক-বিরোধী সবাই অধিবেশন পরিচালনার কাজে সহযোগিতার আশ্বাস দেন।

Rananuj

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যক্ষ পদে বিড়লাকে স্বাগত জানিয়ে বলেন, তিনি তিনবারের বিধায়ক, দুইবারের সাংসদ। তিনি রাজনীতিকে জনআন্দোলন থেকে জনসেবায় পরিণত করেছেন। এ বার লোকসভাকেও উত্তম থেকে উত্তমতর পরিচালনা করবেন। এই কাজে তাঁকে নিরপেক্ষ থাকতে হবে। মোদির কথায়, শাসক দলের সাংসদরাও যদি দোষ করেন, তাহলে তাঁর পূর্ণ অধিকার রয়েছে নিরপেক্ষ দৃষ্টিতে তা বিচারের। অধিবেশন পরিচালনার সময়েও যে সুমিত্রা মহাজনের মুখে মিষ্টি হাসি লেগে থাকত, এরও উল্লেখ করে তিনি। সঙ্গে আশঙ্কার কথাও শোনান, বিড়লার নম্রতা, সহৃদয়তাকে কেউ দুর্বলতা বলে মনে করেন কিনা!

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী নতুন অধ্যক্ষকে স্বাগত জানাতে গিয়েও শাসকদলকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে শুরুতেই কৃষকদের আত্মহত্যার প্রসঙ্গ টেনে আনেন। বলেন, নতুন অধ্যক্ষ কৃষক পরিবার থেকে উঠে আসা। ফলে দেশে কৃষকরা যে প্রতিনিয়ত আত্মহত্যা করছে, সেই ইস্যু এ বার লোকসভায় যথাযথ গুরুত্ব পাবে।

এর আগে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেছিলেন, এ বার আর পক্ষ-বিপক্ষ নেই, সবাই নিরপেক্ষ। তা শোধরে অধীরবাবু শোনান, গণতন্ত্রে পক্ষ-বিপক্ষ থাকবেই। কিন্তু অধ্যক্ষকে নিরপেক্ষ থাকতে হবে। শপথ গ্রহণ পর্বে জয় শ্রীরাম, আল্লা হু আকবর ধ্বনির সমালোচনা করে কংগ্রেস দলনেতা বলেন, রাম-রহিম ছেড়ে মানুষের কথা ভাবলেই বিশ্বে ভারতের মর্যাদা বাড়বে।

ডিএমকে নেতা টি আর বালু, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ওম বিড়লাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।

June19: Om Birla, who beat Congress leader Ramnarain Meena by over 2.8 lakh votes to win the Kota constituency, is selected as the speaker of the House.The new Lok Sabha Speaker, Om Birla, is a two-time BJP MP from Rajastan. According to sources Birla’s name was nominated by Prime Minister Narendra Modi himself.

Starting his political journey as a student leader, Birla was also elected to the Rajasthan Assembly for three consecutive terms in 2003, 2008 and 2013. An active parliamentarian, Birla has registered an 86-per cent average attendance in the House, asked 671 questions, participated in 163 debates and introduced six private members’ bills in the 16th Lok Sabha. He succeeds eight-time MP Sumitra Mahajan as the Lok Sabha Speaker, a post traditionally held by senior MPs.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker