NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
২০ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু দশম শ্রেণির পাঠদান, সিদ্ধান্ত ক্যাবিনেটেOffline class for students of 10th standard to begin from 20 Sept
১৬ সেপ্টেম্বর : আগামী ২০ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রাজ্যে দশম শ্রেণির পাঠদান শুরু হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে ক্যাবিনেট কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়েছে, প্রতিটি কক্ষে সর্বাধিক ৩০ জন ছাত্রছাত্রী বসতে পারবে। তবে পড়ুয়ার সংখ্যা ৩০ জনের বেশি হলে কয়েকটি ভাগে ভাগ করে আলাদা আলাদা কক্ষে বসিয়ে পাঠদান করতে হবে। তবে পরবর্তী সময়ে অন্যান্য শ্রেণিগুলোর পাঠদানও পর্যায়ক্রমে শুরু হবে বলে জানানো হয়েছে।
ক্যাবিনেট কমিটির বৈঠকের পর শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেন, বৃহস্পতিবার বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ার প্রতিবেদন দাখিল করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর আগেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করার প্রক্রিয়া চালাচ্ছে। দ্বাদশ শ্রেণির ক্লাস আগেই শুরু হয়েছে। শিক্ষা বিভাগ দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার আগে যে এসওপি জারি করেছিল, অনুরূপ এসওপি দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।
In the weekly #AssamCabinet, we took several major decisions regarding rhino protection, reopening of Class X, premium for crop insurance, developing seed farms, State holiday on Karam Puja, ending license system for rickshaws, funds for infrastructure work, among others. pic.twitter.com/PDAc51IE7T
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 16, 2021
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষ স্যানিটাইজ করা বা কোভিড প্রোটোকল মেনে চলা ইত্যাদি সাধারণ নিয়মাবলিগুলো এক্ষেত্রেও বহাল থাকবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০ সেপ্টেম্বর থেকে যেহেতু ক্লাস শুরু হবে, তাই উপযুক্ত সুযোগ সুবিধা তার আগেই গ্রহণ করতে হবে। তিনি প্রতিটি স্কুলের প্রধান শিক্ষককে আজ থেকেই স্কুল পরিস্কার ও স্যানিটাইজ করা শুরু করতে অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার পর এ পর্যন্ত কোনও অনাকাঙ্খিত ঘটনার খবর আসেনি। আর সেজন্যই দশম শ্রেণির ক্লাস চালু করার চিন্তাভাবনা নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী দিনে পরিস্থিতির আরও উন্নতি হলে অন্য শ্রেণির ক্লাসও পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী।