Barak UpdatesBreaking News
নার্স ধর্মঘটঃ ফয়সলা হয়নি, স্বাস্থ্যসেবা বিঘ্নিতNurses’ strike continues, health services affected
২৯ নভেম্বরঃ ধরপাকড়ের রাস্তা ছেড়ে রাজ্য পর্যায়ের নার্স-নেত্রীদের সঙ্গে আলোচনায় বসলেন স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। সব দাবি-দাওয়া মিটিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করার আশ্বাস দেন। কিন্তু শুধু চেষ্টা করার আশ্বাসে ধর্মঘটীরা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব মেনে নেননি। তাঁরা স্পষ্ট বলেন, শুধু আশ্বাস আর চেষ্টায় এ বার তাঁরা আন্দোলন থেকে একচুল নড়বেন না। ঘোষণা করতে হবে, সরকার কী কী করবে, কত দিনের মধ্যে করবে। পঞ্চায়েত নির্বাচনের জন্য এই সময়ে ঘোষণা সম্ভব নয় বলে বিভাগীয় কর্তারা জানালে নার্স-নেত্রীরা লিখিত দাবি করেন। তাও তাঁরা দিতে অপারগ বলায় আলোচনা ভেস্তে যায়। বেরিয়েই নার্সনেত্রীরা জানিয়ে দেন, শুক্রবার থেকে তাঁরা আন্দোলন তীব্রতর করে তুলবেন। যেখানে যে সব ছাত্রছাত্রী বা ট্রেনি নার্সিং সেবা চালিয়ে যাচ্ছেন, তাঁদেরও কাজে না যেতে অনুরোধ করা হবে। প্রয়োজনে অন্যদের নার্সিং কাজে বাধা দেওয়া হবে বলেও তাঁরা জানিয়ে দেন।
English text here