Barak UpdatesIndia & World UpdatesBreaking News

গত ২৪ ঘন্টায় ভারতে সবচেয়ে বেশি সংক্রমণ, তবু পথে মানুষ
Number of COVID-19 cases rising in India, yet people are on the roads

২৬ মার্চ: লকডাউন মানছেন না? ফল হতে পারে ভয়ঙ্কর। সরকারের নির্দেশ উপেক্ষা করেও অপ্রয়োজনে চলছে ঘোরাফেরা। চলছে আড্ডাবাজি। অলি-গলিতে আড়ালে চলছে মাছ বিক্রিও। পোনা, জাপানিও কিনছেন খাদ্যরসিকরা। বর্তমান পরিস্থিতিতে এদের অসচেতন বললে একেবারেই ভুল হবে না। কিন্তু এরকম চাহিদার ফল হতে পারে ভয়াবহ। কারণ, বৃহস্পতিবার সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে দেশে। তাও রাত সাড়ে নটা পর্যন্ত। ৮৮ টি পজিটিভ কেস সামনে এসেছে। যা এপর্যন্ত একদিনে সবচেয়ে বেশি। ফলে এব্যাপার নিয়ে সময় থাকতে গুরুত্ব দিয়ে না ভাবলে পরিস্থিতি হতে পারে ভয়ঙ্কর, বলে বিশেষজ্ঞদের ধারণা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তা লভ আগরওয়াল জানান, সামাজিক দূরত্ব নিয়ে আরও সচেতন হতে হবে সাধারণ মানুষকে। কারণ, এই সংক্রমণ এত তাড়াতাড়ি শনাক্ত হয় না। ফলে এব্যাপারে কড়া ব্যবস্থা নিতে সরকার দ্বিধাবোধ করবে না। আর অত্যাবশ্যকীয় পণ্যের ঘাটতি নেই বলেও এদিন জানা স্বাস্থ্যমন্ত্রকের এই কর্তা। আবেদন রাখেন দোকানে ভিড় না করে দূরত্ব বজায় রেখে খরিদারী করতে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক মেলামেশা, জমায়েত, মাছ-মাংস বিক্রি বন্ধ সহ গুচ্ছ নির্দেশ দিয়েছে সরকার। জরুরি পরিষেবা ছাড়া লকডাউন রয়েছে বাকি সবকিছু। সময় সময় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমজনতাকে সজাগ করছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। অথচ, এই বিষয়কে হালকাভাবে নিচ্ছেন অনেকে। যার পরিণতি হতে পারে বিরূপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker