Barak UpdatesBreaking News

পুনরাবেদন ফেরাতে পারবে না এনএসকে, নথিপরীক্ষা শুনানিতে
NSK bound to receive all Claims application

৪ ডিসেম্বরঃ এনআরসি-র খসড়ায় যাদের নাম ওঠেনি, তাঁরা পুনরাবেদন করতে গেলে এনএসকে-র দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নথি পরীক্ষার নামে কাউকে ফেরত পাঠাতে পারবেন না। এনআরসি কর্তৃপক্ষ মঙ্গলবার তাঁদের জানিয়েছেন, নথি পরীক্ষার দায়িত্ব এনএসকে-র নয়। তাঁরা শুধু আবেদন জমা রাখবেন, শুনানির তারিখ জানাবেন। নথি পরীক্ষা হবে শুনানির নির্ধারিত দিন ও স্থানে। তখন বিচার হবে পুনরাবেদন বিচার্য কিনা। এর আগে যে যেভাবে পুনরাবেদন করতে আসেন সেইভাবে তা জমা রেখে দিতে এনএসকে-র কর্মরতদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অতিরিক্ত নথির জন্য অনেকেই ফের আবেদন করতে পারছেন না। অনেকে কোনও একটি কাগজ সংগ্রহ করতে সক্ষম হলেও এনএসকে তা দেখে জমা রাখছেন না বলে অভিযোগ। মঙ্গলবারের নির্দেশে সেই সমস্যা মিটল।
December 4: NSKs are bound to accept the claims application submitted by those whose names have not been included in the final draft of NRC published on 30 July 2018. On Tuesday,  NRC Authority has informed that NSKs cannot reject any claims application. Various eligibility conditions prescribed in the SOP for documents/Legacy Person freezing etc are required to be enforced only during verification/hearings of Claims and Objections. It was further stated that As such, submission of any claim or objection by the public should not be denied merely because the documents or particulars submitted may not eventually establish NRC eligibility as per SOP/other statutory provision.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker