NE UpdatesAnalyticsBreaking News
২৭ শতাংশ পুনরায় পরীক্ষার নির্দেশ কে দিয়েছে? হাজেলাকে চ্যালেঞ্জ প্রদেশ বিজেপি সভাপতিরNRC: Who has given order to re-verify 27% documents? State BJP President challenges Hajela
৩১ জুলাই : জাতীয় নাগরিক পঞ্জির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে চ্যালেঞ্জ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রতীক হাজেলাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘প্রতীক হাজেলাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। তাঁকে কোন তারিখে সুপ্রিম কোর্ট ২৭ শতাংশ পুনরীক্ষণ করার নির্দেশ দিয়েছে? কোন রায়ের ওপর ভিত্তি করে হাজেলা বা এনআরসি কর্তৃপক্ষ ২৭ শতাংশ পুনরায় পরীক্ষার করছেন, সে কথা প্রকাশ করুন।’
সুপ্রিম কোর্ট থেকে কোনও নির্দেশ না পেয়ে হাজেলা কীভাবে ২৭ শতাংশ আবেদন পুনরায় পরীক্ষা করছেন, সে ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে বিজেপি প্রদেশ সভাপতি বলেন, ‘যদি সুপ্রিম কোর্ট তাঁকে এই নির্দেশ দিয়ে থাকে, তাহলে তিনি কেন কেন্দ্র ও রাজ্য সরকারকে এ ব্যাপারে অন্ধকারে রেখেছেন?’ রঞ্জিত দাস এনআরসি সমন্বয়ককে আহ্বান জানান, ‘২৭ শতাংশ আবেদন পুনরায় পরীক্ষা করা হবে বা এই পরীক্ষা এইসব এলাকায় হবে বলে এনআরসি কর্তৃপক্ষ কোথায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে অবগত করেছেন?’
তিনি আরও বলেন, বাস্তবে এই এনআরসি শুদ্ধ হল কিনা তা ৩১ আগস্ট বোঝা যাবে। তাঁর কথায়, ‘এনআরসি শুদ্ধ হলে বলার কিছু থাকবে না, আর যদি অশুদ্ধ হয়, তাহলে রাজ্য সরকারের ১২০০ কোটি টাকা অপচয় হওয়ার পাশাপাশি ৪০ হাজার কর্মচারীর সময়ও নষ্ট হবে।