India & World UpdatesBreaking News
হরিয়ানায় এনআরসি হবে : খাট্টার
NRC to be implemented in Haryana: CM Khattar

১৬ সেপ্টেম্বর : নিজের রাজ্যে এনআরসি প্রস্তুত করার ওপর জোর দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। তাঁর রাজ্যে অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি থাকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আসামের মতোই হরিয়ানায় জাতীয় নাগরিকপঞ্জি প্রস্তুত করার কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, রাজ্য সরকার পরিবার পরিচয়পত্র ও এর তথ্যের ব্যাপারে খুব দ্রুত কাজে নেমেছে। এনআরসি প্রস্তুত করার ক্ষেত্রে এসব প্রয়োগ করা হবে। তিনি জানান, রাজ্যে একটি আইন কমিশন গঠন করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে এবং পৃথকভাবে একটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। এর মাধ্যমে সমাজের বুদ্ধিজীবীদের মতামত গ্রহণ করা হবে।
মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর আরও বলেন, হরিয়ানায় সোসিয়েল অডিট সিস্টেমও চালু করা হবে, যাতে সমাজের বুদ্ধিজীবীদের দিয়ে উন্নয়নের কাজের অডিট করা যায়। তিনি এতে অবসরপ্রাপ্ত কর্মচারী, অধ্যাপক, বাস্তুকার ও বিশেষজ্ঞদের নেওয়া হবে বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, সামনেই হরিয়ানা বিধানসভার নির্বাচন। এর প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাতপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাছাড়া রাজ্যের কিছু কিছু এলাকায় রোহিঙ্গা মুসলমান ও অবৈধ বাংলাদেশি রয়েছে বলে চর্চা চলছে। এ অবস্থায় এনআরসি প্রস্তুত করা হলে রাজ্যে বিদেশি লোক প্রবেশ করেছে কি না, তা স্পষ্ট হবে।