Barak UpdatesBreaking News
সুপ্রিম কোর্ট মুক্তি দিলেও জামিনদার মিলছে না মিনারা বেগমেরNRC: Supreme Court orders release of Minara Begam, but finds none to give her bail
৮ সেপ্টেম্বরঃ ২০১০ সালের ১০ জানুয়ারি মিনারা বেগমকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। সঙ্গে ৭ মাসের শিশুকন্যা সাহানারা। তখনই মিনারা জানতে পারেন, শুধুমাত্র তিনিই নন। তার বাবার বাড়ির প্রত্যেককে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল। কিন্তু কেউ কখনও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় সবাইকে একতরফা ভাবে বাংলাদেশি বলে রায় দেওয়া হয়েছে। সেই যে তাঁর বিধবা মা, দুই ভাই ও এক বোন লাঠিগ্রাম ছাড়েন, আর কেউ কোনওদিন তাদের পাড়ায় দেখেননি।
অন্যদিকে মিনারা-সাহানারাকে নিয়ে যাওয়া হয় কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে। কেউ কারও সঙ্গে যোগাযোগের উপায় নেই। এই অবস্থায় কিছুদিন আগে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত জানিয়েছে, তিন বছরের বেশি সময় ধরে ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দিদের জামিনে মুক্তি দেওয়া হবে। শর্ত, ২জনকে ১ লক্ষ টাকা করে জামিন সামগ্রী আনতে হবে। দ্বিতীয়ত, সপ্তাহে একদিন থানায় গিয়ে হাজিরা দিতে হবে।
দ্বিতীয় শর্ত নিয়ে অবশ্য তাদের আপত্তি নেই। কিন্তু জামিনদার জোটানোটাই কঠিন। মিনারা বেগমের স্বামী রহিমউদ্দিন বড়ভুইয়া বলেন, আমরা দিনমজুর। কোথায় আর জমিজমা। আত্মীয়স্বজনও একই অবস্থায়। তবু একজনকে রাজি করোনা গিয়েছিল। কিন্তু তার কাছে সবে ৫০ হাজার টাকার জামিন। ফলে সুপ্রিম কোর্ট ছেড়ে দিতে বললেও জামিনদারের অভাবে মা-মেয়ে জেলের কুঠুরিতেই দিন কাটাচ্ছে।