Barak UpdatesBreaking News

নাম নেই এনআরসিতে, আত্মঘাতী বাগান শ্রমিক
NRC phobia, tea-labourer kills himself

১৭ ডিসেম্বর : এন আর সি তালিকায় নাম ওঠেনি পুরো পরিবারের। এ নিয়ে গত কয়েক মাস থেকে আতঙ্কগ্রস্ত ছিলেন বাগান শ্রমিক কৈলাস। অজানা আতঙ্কে কুরে কুরে খাচ্ছিল ভেতরটা। শেষ পর্যন্ত কোনও পথ না পেয়ে আত্মঘাতী হলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দির ধলাই চা বাগানের ফাঁড়ি ছনটিলায়। মৃত কৈলাশ তাঁতির স্ত্রী অনিতা তাঁতি এ মর্মে কাটলিছড়া থানায় একটি এজাহার জমা দিয়ে বলেছেন, এন আর সি-র খসড়ায় পরিবারের সদস্যদের নাম না থাকায় তিনি গত কিছুদিন থেকে মর্মাহত ছিলেন। আর সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করছেন।

এদিকে, সোমবার সকালে বাগান শ্রমিকের কয়েকজন দেখতে পান, একটি গাছের সঙ্গে কৈলাসের নিথর দেহটি ঝুলছে। একটি মাফলার দিয়ে তিনি গলায় ফাঁস লাগান বলে প্রত্যক্ষরর্শীরা জানান। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হন কয়েকশ’ বাগান শ্রমিক। ছুটে যায় পুলিশও। মৃতদেহটি উদ্ধার করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়।

কয়েকজন বাগান শ্রমিক জানান, এন আর সি-র খসড়া তালিকায় পরিবারের কারোর নাম না আসায় সবসময়ই আতঙ্কিত ছিলেন কৈলাস। তিনি প্রতিবেশীদের প্রায়ই বলতেন, পুলিশ এসে পরিবারের সবাইকে ধরে নিয়ে জেলে পুরে দেবে। এ বিষয়টি তাঁর মাথায় মারাত্মকভাবে ক্রিয়া করে। বলতে গেলে তিনি উন্মাদের মতো আচরণ শুরু করেন। প্রতিবেশীরা তখন তা পুলিশকেও জানিয়েছিলেন। তাঁরা জানান, কিছুদিন তাঁকে বাড়িতে বেঁধে রাখাও হয়েছিল। গত কয়েকদিন ধরে তাঁর মানসিকতার কিছুটা পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই তিনি জীবনযাপন করছিলেন। কিন্তু সোমবার সকালে বাড়িতে কেঊ না থাকার সুযোগ নিয়ে আত্মঘাতী হন তিনি। খুব স্বাভাবিকভাবেই কৈলাস তাঁতির এই মৃত্যুতে গোটা বাগান এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker