Barak UpdatesBreaking News
রবি-সোমবার চালু হবে অনলাইনে সংশোধন, চলবে ১৫-র পরেওNRC: Online correction to start from Sunday-Monday, will continue even after 15 Dec.
আগামী রবি বা সোমবার থেকে এনআরসি-র খসড়ার ভুল সংশোধনের অনলাইন পোর্টাল চালু হবে৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনকে এক কথা জানিয়েছেন এনআরসি-র রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা। অনলাইন দেরিতে চালুর দরুন সাধারণ জনতার উতকণ্ঠার কথা জেনে হাজেলা জানিয়ে দিয়েছেন, ১৫ ডিসেম্বর কেবল দাবির আবেদন জমা করার অন্তিম দিন, সংশোধনের নয় ৷ সংশোধন প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে৷
এনআরসি-তে নাম তোলার জন্য দাবি এবং সংশোধনের জন্য আবেদন পত্র পূরণে সাধারণ জনতাকে সহায়তা করার জন্য বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এনআরসি সহায়তা কেন্দ্র চালু করেছে। বৃহস্পতিবার থেকে শিলচরে বঙ্গভভনে এবং করিমগঞ্জে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এই পরিষেবা প্রদান আরম্ভ হয়েছে৷ প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাগরিকদের সহায়তা করবে বঙ্গসাহিত্যের এই কেন্দ্রগুলি ৷
সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সব্যসাচী রায় বলেন, দাবির আবেদনপত্র দাখিলের চরম সময়সীমা ১৫ ডিসেম্বর৷ এখনও অনেকের দাবি জানানো বাকি। একদিকে পঞ্চায়েত নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রক্রিয়া, অন্যদিকে দাবি/আপত্তির ক্ষেত্রে নিয়ত পরিবর্তিত শর্তাবলীর জন্য আবেদনকারীদের মধ্যে বিভ্রান্তির আবহ বিরাজ করছে। এর দরুনই আবেদন জমা কম হয়েছে বলে মনে করছেন সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সব্যসাচী রায় ৷ তিনি বলেন, বিভিন্ন নথির গ্রহণযোগ্যতা সম্পর্কেও সেবাকেন্দ্রগুলো বিভ্রান্ত করে। তাদের নিজস্ব সিদ্ধান্ত আবেদনকারীদের উপর চাপিয়ে দিয়ে আবেদন গ্রহণ করতে চাইছিলেন না৷ সম্মেলন এই ব্যাপারটি এন আর সি সমন্বয়ক, আর জি আই, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের নজরে আনে ৷ পরবর্তীতে ১ ডিসেম্বর হাজেলা নির্দেশনামা জারি করেন, যে কোনো আবেদন সেবাকেন্দ্রগুলোকে গ্রহণ করতে হবে ৷ এতে কিছুটা স্বস্তি মিললেও, হাতে সময় খুব কম ৷ খসড়াছুট সকল নাগরিককে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন দাখিল করার অনুরোধ জানান সব্যসাচীবাবু ৷
সংশোধন প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সম্মেলনের সাধারণ সম্পাদক বলেন যে অধিকাংশ বাঙালির নাম সহ অন্যান্য তথ্যে ভুল রয়েছে খসড়া তালিকায় ৷ এনআরসি যেহেতু রাষ্ট্রীয় দলিল, এতে নির্ভুল তথ্য থাকাটা জরুরি৷ ইন্টারনেটে অনলাইন সংশোধন প্রক্রিয়া চালু হচ্ছে৷ এই ব্যাপারে এনআরসির রাজ্য সমন্বয়কের আহ্বানে বঙ্গসাহিত্যের প্রতিনিধিদল গুয়াহাটিতে প্রশিক্ষণ নিয়ে এসেছে। একে কাজে লাগিয়ে নাগরিকদের সহায়তা করার জন্য এই সহায়তা কেন্দ্রগুলো তৎপর থাকবে৷
অনলাইন পোর্টাল চালু হলেও সহযোগিতা করবে এই পরিসেবা কেন্দ্র, থাকবে ইন্টারনেট সহ কম্প্যুটার ৷ আবেদনকারীরা এখানে খসড়ায় নাম, ফটো, বয়স সহ অন্যান্য তথ্যে ভুলভ্রান্তি সহায়তাকেন্দ্রে গিয়েই দেখতে পারবেন এবং সংশোধন করে নিতে পারবেন৷
করিমগঞ্জের সহায়তা কেন্দ্রের শুভারম্ভে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুধাংশু শেখর দত্ত, জেলা সম্পাদক নিশিকান্ত ভট্টাচার্য, সুখেন্দু শেখর দত্ত, রাধিকারঞ্জন চক্রবর্তী, শান্তনু দত্ত, বিনোদলাল চক্রবর্তী, সুশান্ত পাল, সুবীর রায় চৌধুরী, সুবীর বরণ রায়, সৌমিত্র পাল, বিশ্বনাথ মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য, নীলজ দাস, পার্থ সোম, দিলীপ দেব, মলয় চৌধুরী প্রমুখ৷
It needs mention here that Barak Upottoka Banga Sahitya O Sanskriti Sammelan will set up help desks for guiding people to fill up claims and correction form. The help desks will be available for general public from Thursday onwards at Silchar Banga Bhavan and Karimganj Bipin Chandra Paul Smriti Bhavan. These two centres will remain open from 12 noon to 4 PM.