Barak UpdatesBreaking News
এনআরসি-র খসড়ায় নাম থাকলেও নোটিশ !NRC: Name included in final draft but Notice served now!
৫ মার্চঃ এনআরসি-র খসড়ায় নাম উঠেছে বলেই স্বস্তিতে থাকার উপায় নেই। নতুন করে নোটিশ যাচ্ছে। অনেককে ফের নথিপত্র নিয়ে হাজির হতে ডাকা হচ্ছে। তাও নিজের সেবাকেন্দ্র বা কাছাকাছি কোথাও নয়। শিলচর চার্চ রোডের পুষ্পিতা দেবলস্করকে যেমন শিলচর থেকে যেতে হবে লক্ষ্মীপুরে। সাধনা ভট্টাচার্যের ডাক পড়েছে ধলাই থেকে বড়খলায়। আর ক্লেভারহাউসের অর্চনা ভট্টাচার্যকে যেতে হবে যোরহাটে। ১২-১৪ ঘণ্টা বাসে বা রেলে চড়ে গুয়াহাটি। সেখান থেকে আবার ৯-১০ ঘণ্টার যাত্রা।
শুধু পুষ্পিতা, সাধনা বা অর্চনাদেবীই নন, এই ধরনের নোটিশ যাচ্ছে অসমের বহু বাড়িতে। মূলত বাঙালিদেরই। বরাক থেকে ছুটতে হচ্ছে নগাঁও, মঙ্গলদৈ, কোকরাঝাড়ে। আবার উল্টোটাও ঘটছে। দূর-দূরান্ত থেকে নথি দেখাতে আসছেন বরাকের বিভিন্ন এলাকায়। অনেকের নির্দিষ্ট জায়গা খুঁজে বের করতেই গলদঘর্ম অবস্থা।
সাধনাদেবী ও তাঁর তিন ভাই নথিপত্র দেখিয়ে এসেছেন। নাম ওঠার পরও কেন আবার নথি দেখা, কিছুই বলতে পারলেন না তদন্তকারী অফিসার। শুধু অনুমান করলেন, সুপ্রিম কোর্ট যে নাম ওঠা ১০ শতাংশের পুনঃপরীক্ষা করার সরকারি প্রস্তাবে সায় দিয়েছে, এর দরুনই হয়তো একে-ওকে ডাকা হচ্ছে। পুষ্পিতাদেবীর নোটিশে অবশ্য উল্লেখ রয়েছে, তাঁর ব্যবহৃত লিগ্যাসি ডাটা অন্য কেউ ব্যবহার করেছেন। তাই উভয় পক্ষকে মুখোমুখি হতে হবে।
একই কারণে ডাকা হয়েছে তাঁর ভাইপো স্বপ্নিল চৌধুরীকেও। তিনি এখন কলকাতায় থাকেন। তাঁকেও ২৫ মার্চ হাজির হতে হবে লক্ষ্মীপুরে। ভুক্তভোগীদের বক্তব্য, এতবার এতকিছু পরীক্ষার পর নাম উঠল। এর পর আবারও ডাকাডাকি। ফের উদ্বেগে দিন কাটানো। কত সহ্য করা যায়!