NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News

পাইলট প্রজেক্ট হিসেবে এনআরসি ব্যর্থ, এখন একে সারা দেশে কেন, প্রশ্ন সুবীর ভৌমিকের
NRC has failed as a pilot project, so why it is to be implemented across India, asks Subir Bhowmick

২ ডিসেম্বরঃ অসমে এনআরসির পাইলট প্রজেক্ট ডাহা ফেল। এ কোনও বাঙালির মন্তব্য নয়। কেন্দ্র-রাজ্য উভয় সরকার বলছে, এই এনআরসি ঠিক হয়নি। মূল মামলার বাদীপক্ষ পাবলিক ওয়ার্কস কমিটিও ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত এনআরসি-র বিরোধিতা করেছে। তাহলে এই ব্যর্থ পাইলট প্রজেক্ট সারা দেশে কার্যকরের কী যুক্তি, প্রশ্ন তোলেন বিশিষ্ট সাংবাদিক সুবীর ভৌমিক। তিনি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি আয়োজিত বক্তৃতানুষ্ঠানে নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

আসাম চুক্তির ৬ নং ধারা বিষয়ে বক্তৃতা করতে গিয়ে সুবীরবাবু বলেন,ওখানে অসমিয়াদের সাংস্কৃতিক সুরক্ষার কথা বলা হয়েছে। কিন্তু অসমিয়া কারা, সেটাই আজও স্থির হয়নি। কার সংস্কৃতির সুরক্ষার কথা বলা হল, সেটাই যদি স্পষ্ট না হয়, তবে কীভাবে এর সুরক্ষা দেওয়া যাবে, বিস্ময় প্রকাশ করেন তিনি। বিবিসি বাংলার ভারত ব্যুরোর প্রাক্তন প্রধান সুবীর ভৌমিক জানতে চান, অসম কি ভাষাভিত্তিক রাজ্য, নাকি বহুজাতিক? ভাষাভিত্তিক রাজ্য হলে বড়োরা কি নিজেদের অসমিয়া বলেন ? ওইসব করে শুধু অসমেরই নয়, বিদেশের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিভিন্ন সংস্থা অসমে ১৯ লক্ষের বেশি মানুষকে এনআরসি-ছুট করাকে রোহিঙ্গাদের ঘটনার সঙ্গে তুলনা করছে৷ এই জায়গাতেই সুবীরবাবুর চিন্তা, সম্মিলিত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের সম্ভাবনা এই ইস্যুতেই না মার খেয়ে যায়!

নানা যুক্তি তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র। আর অসম ভারতের মধ্যে সবচেয়ে ব্যর্থ রাজ্য৷ কারণ এই রাজ্য ভেঙে চারটি পৃথক রাজ্যে পরিণত হয়েছে৷ এর পরও বড়ো, কার্বি, ডিমাসা সহ বিভিন্ন জনগোষ্ঠী আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করছে৷ একমাত্র বরাক উপত্যকা এখনও অসম থেকে পৃথক হতে চায়নি৷ কিন্তু তাদেরই সন্দেহের নজরে দেখা হচ্ছে বলে তিনি আক্ষেপ ব্যক্ত করেন৷

নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হলেও এই অঞ্চলের কোনও লাভ হবে না বলে জোর গলায় দাবি করেন সুবীর ভৌমিক। বলেন, এখন উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ক্যাবের আওতার বাইরে রাখার কথাবার্তা প্রায় চূড়ান্ত। কেন্দ্র  সিদ্ধান্ত নিচ্ছে, ষষ্ঠ তফশিল বা ইনার লাইন পারমিট রয়েছে যে সব রাজ্যে, সেই রাজ্যগুলি ক্যাবের বাইরে থাকবে। তাহলে ভোটের আগে-পরে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলির কী হবে? নানা কৌশলে বাঙালিদের যে ভাবে হেনস্তা করা হয়  সুবীরবাবুর চিন্তা,বাংলাদেশ খেপে গেলে অ্যাক্ট ইস্ট হবে কি? উত্তরপূর্বের নিরাপত্তা, যোগাযোগ, আর্থিক উন্নতির জন্য যে বাংলাদেশকে চাই-ই চাই৷

নাগরিকপঞ্জির ভবিষ্যত ও অসম চুক্তির ৬ নং ধারা নিয়ে সুবীর ভৌমিকের বক্তৃতার পর জয়দীপ বিশ্বাস, জয়দীপ ভট্টাচার্য, নির্মলকান্তি দাস, রূপক চক্রবর্তী প্রমুখ নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রারম্ভিক বক্তৃতা করেন শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি সঞ্জীব দেবলস্কর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker