NE UpdatesBarak UpdatesBreaking News
NRC base year violates Assam Accord, says Himantaএনআরসির ভিত্তিবর্ষেই লঙ্ঘিত আসাম চুক্তি, বললেন হিমন্ত
১৪ জানুয়ারি: এনআরসির ক্ষেত্রে ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ নির্ধারণ করেই আসাম চুক্তি লঙ্ঘন করা হয়েছে৷ রাজ্যের অর্থ, পূর্ত, স্বাস্থ্য মন্ত্রী হিমন্তবিশ্ব শর্ম সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে এ কথা বলেন৷ তাঁর দাবি, চুক্তির কোথাও ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ বলা হয়নি। অবৈধ নাগরিক চিহ্নিত করার ভিত্তিবর্ষ ছিল ১৯৬৬ সাল। চুক্তিতে ১৯৬৭ সালের ভোটার তালিকাকে এনআরসি নবায়নের দলিল হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছিল। সঙ্গে ছিল, ১৯৭১ সালের মধ্যে আসা কেউ যদি ঘোষণা করেন যে ১৯৬৬ সালের পরে এসেছেন, তাহলে তিনি ১০ বছর অপেক্ষার পরে নাগরিকত্ব পাবেন। অর্থাৎ ১৯৭১ সালের আগে এলেও যারা ৬৬-র পরে আসার জন্য নিজেদের বিদেশি হিসেবে ঘোষণা করেননি, তাঁদের ভারতীয় ধরা যাবে না। তাঁদের বিদেশি হিসেবে শনাক্ত করতে হবে। তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। অথচ আসু ও অন্য সকলে এখন আসাম চুক্তি সম্পূর্ণ ভুলে গিয়ে ১৯৭১ সালকেই ভিত্তিবর্ষ বলছে। আবার স্লোগান তুলছে, চুক্তি অক্ষরে অক্ষরে মানতে হবে৷
তিনি বলেন, আসাম চুক্তি মানলে ১৯৬৭ ভোটার তালিকাটাই এনআরসি হয়ে যায়। আর এনআরসি করার দরকার ছিল না। তার পরে আসারা নিজেদের বিদেশি বলে মেনে নিলে ১০ বছর পরে নাগরিকত্ব পাবেন। আন্দোলনকারীদের তাক করে তাঁর আরও প্রশ্ন, এখন যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা ১৯৮৭ ও ১৯৯৩ সালে সংশোধনীর সময় কেন চুপ ছিলেন? নানা পরিসংখ্যান তুলে ধরে তিনি দেখান, অসমে হিন্দু বাঙালিদের তরফে রাজ্যের ভূমিপুত্রদের কোনও আশঙ্কা নেই। অসমিয়া ভাষাও বিপন্ন হবে না৷ তাঁর বক্তব্য, বরং মুসলমানদের জন্য অসমিয়া ভাষা-সংস্কৃতি বিপন্ন হতে চলেছে৷