Barak UpdatesBreaking News

খসড়াছুটদের দাবির আবেদনের সময়সীমা বৃদ্ধির আর্জি বঙ্গসাহিত্যের
NRC: Banga Sahitya appeals for extension of date for filing claims

২ ডিসেম্বর : এনআরসির খসড়াছুটদের দাবির আবেদনপত্র দাখিলের সময়সীমা আরও দু’মাস বাড়ানোর আর্জি জানাল বরাকবঙ্গ। শনিবার সম্মেলনের পক্ষ থেকে ইমেল-যোগে আরজিআই, এনআরসি সমন্বয়ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ ও মুখ্যমন্ত্রীর কাছে এ নিয়ে স্মারকপত্র পাঠিয়েছে। সমিতির পক্ষ থেকে বলা হয়, বিশাল সংখ্যক খসড়াছুটদের মধ্যে দাবির আবেদনের সংখ্যা এখনপর্যন্ত খুব কম। এ পরিস্থিতিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উপত্যকার খসড়াছুট নাগরিকদের ১৫ ডিসেম্বরের মধ্যে দাবির আবেদনপত্র জমা দেওয়ার আর্জি জানিয়েছে।

বরাকবঙ্গের তরফে বল হয়েছে, দাবির আবেদন জমা করার ক্ষেত্রে নথির অপ্রতুলতা প্রতিবন্ধকতা হওয়ার কথা নয়। নথি সংক্রান্ত বিভিণ্ণ অজুহাতে সেবাকেন্দ্রগুলোতে আবেদনপত্র গ্রহণ না করার অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে৷ বরাকবঙ্গ মনে করে, আবেদনপত্র জমা রাখার ক্ষেত্রে নথির যোগ্যতা বিচার্য হওয়ার কথা নয়, সেটা শুনানিতে সাব্যস্ত হবে৷ তাই যেকোনও মূল্যে ১৫ ডিসেম্বরের মধ্যে খসড়াছুটদের আবেদন জমা করতে হবে৷ সেবাকেন্দ্রে আবেদন জমা না রাখলে সেটা না রাখার কারণ লিখিতভাবে জানানোর দাবি জানাতে হবে৷ সেবাকেন্দ্রে আবেদন জমা না রাখলে বা সেবাকেন্দ্র থেকে পরিষেবাতে খামতি থাকলে ঘটনার বৃত্তান্ত লিখিতভাবে জানিয়ে সঙ্গে আবেদনপত্রটি জেলাস্তরের এনআরসির সর্বোচ্চ আধিকারিক অর্থাৎ জেলাশাসকের কাছে জমা করা প্রয়োজন বলে সম্মেলন মনে করে৷

স্মারকপত্রে আরও বলা হয়, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে এনআরসির কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের পঞ্চায়েত নির্বাচনের কাজে লাগানো হয়েছে বলে উপত্যকার তিন জেলা থেকেই খবর পাওয়া যাচ্ছে৷ এতে দাবির আবেদনের প্রক্রিয়াটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে৷ এতে একদিকে যেমন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন হচ্ছে, তেমনি অন্যদিকে অনেক সেবাকেন্দ্রে আবেদনকারীরা যথাযোগ্য পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠছে৷ সম্মেলন ব্যাপারটি কর্তৃপক্ষের নজরে এনেছে এবং এই পরিস্থিতিতে সময়সীমা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে। সেইসঙ্গে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং রাজ্য এনআরসি সমন্বয়কের কাছে এই ব্যাপারগুলো উল্লেখ করে দাবির আবেদনের সময়সীমা দু’মাস বৃদ্ধির জন্য যথাযোগ্য পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker