Barak UpdatesBreaking News
এনআরসি: করিমগঞ্জে অতিরিক্ত বায়োমেট্রিক সেন্টার
NRC: Additional biometrics centre at Karimganj

২৩ জুন : করিমগঞ্জে এনআরসি খসড়া ছুটদের মধ্যে যারা এখনও বায়োমেট্রিক তথ্য দাখিল করেননি তাদের জন্য জেলাশাসকের কার্যালয়ে অতিরিক্ত বায়োমেট্রিক এনরোলমেন্ট সেন্টার খোলা হয়েছে। জেলার খসড়া ছুটদের এর সুযোগ নিতে জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। জেলাশাসকের কার্যালয়ে নিচতলায় এই অতিরিক্ত কেন্দ্রগুলো কাজ করছে। এদিকে জেলার খসড়া ছুটদের দাবি দাখিল সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে এক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সব বিডিওকে এই সচেতনতা অভিযান চালাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।