Barak UpdatesBreaking News

এনআরসিঃ বাদ পড়লেন আরও লক্ষাধিক, ফের শুনানি শুরু ৫ জুলাই
NRC: 1 lakh persons excluded, will have to prove their citizenship again

২৬ জুনঃ এনআরসি থেকে বাদ পড়লেন আরও ১ লক্ষ ২ হাজার ৪৬২ জন। বুধবার  অতিরিক্ত খসড়া প্রকাশ করে তাদের নাম-ধাম জানিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রায় সবার নাম এনআরসি-র প্রথম বা চূড়ান্ত খসড়ায় ছিল। কর্তৃপক্ষের বক্তব্য, পরবর্তী প্রক্রিয়ায় ধরা পড়ে, সাধারণ নিয়মেই তাদের নাম এনআরসি-তে থাকার কথা নয়। ভুলক্রমে বা কোনও ফাঁকফোকড়ে তাদের নাম ঢুকে গিয়েছিল।

Rananuj

আগের খসড়াগুলির সঙ্গে  অতিরিক্ত খসড়ার বড় পার্থক্য হল, আগের দুটো খসড়াই ছিল নাম অন্তর্ভুক্তিকরণের। যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরই তালিকা প্রকাশিত হয়েছিল। সেখানেই বাদ পড়েছিলেন ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭জন। অর্থাত তাদের নাম তালিকায় ছিল না। এ বার অতিরিক্ত খসড়া হচ্ছে বিয়োজনের তালিকা, বাদ পড়াদের তালিকা। পূর্ববর্তী খসড়ায় থাকলেও নিশ্চিতভাবে যাদের নাম বাদ পড়ছে,  তাদেরই  উল্লেখ রয়েছে বুধবারের তালিকায়। তাদের মধ্যে রয়েছেন ফরেনার্স ট্রাইব্যুনালে বিদেশি হিসেবে চিহ্নিত ব্যক্তি ও তার পরিবার এবং ডি ভোটার ও বিদেশি অভিযোগে ট্রাইব্যুনালে মামলা চলা ব্যক্তিবর্গ ও তাদের পরিবার। এ ছাড়া নথি পরীক্ষার সময় যিনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি, ফ্যামিলি ট্রি দেখে তার সঙ্গে তার ভাই-বোন এবং সকলের সন্তান-সন্তুতিদের নামও বাদ পড়েছে এ বার।

এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছেন, তবু ১ লক্ষ ২ হাজার ৪৬২ জনের সবাইকে আরও একবার নাগরিকত্বের প্রমাণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই তাদের ঠিকানায় নোটিশ পৌঁছে যাবে। www.nrcassam.nic.in-এ নিজের এআরএন টাইপ করেও অতিরিক্ত খসড়ায় তালিকাভুক্তরা শুনানির দিন-স্থান জানা যাবে। ৫ জুলাই থেকে শুনানি শুরু হবে। তাতে যারা নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, চূড়ান্ত এনআরসি-তে তাদের নাম সন্নিবিষ্ট হবে।

অতিরিক্ত খসড়া সমস্ত এনআরসি সেবাকেন্দ্র, জেলাশাসক, মহকুমাশাসক, সার্কল অফিসারের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া, www.nrcassam.nic.in -এ নিজের এআরএন নম্বর টাইপ করেও অতিরিক্ত তালিকায় নিজের বা পরিবারের কারও নাম রয়েছে কিনা জানা যায়। বাদ পড়াদের তালিকায় যাদের নাম নেই, তাদের কথা এভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, অতিরিক্ত খসড়ায় আপনার বা আপনার পরিবারের কারও কোনও প্রভাব পড়েনি। ফলে পূর্ববর্তী স্টেটাস অব্যাহত রয়েছে।

সঙ্গে এ কথাও  স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাদ পড়াদের এটিই একমাত্র তালিকা নয়। আগের বাদ পড়াদের যারা পুনরাবেদন করে শুনানিতে অংশ নিয়েছেন, তাদের মধ্যে কারা নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছেন, কারা পারেননি, এর প্রতিফলন এই অতিরিক্ত খসড়ায় ঘটেনি। ফলে ওই ৪০ লক্ষ মানুষের মধ্যে কতজন বাদ পড়বেন, চূড়ান্ত এনআরসি প্রকাশের পরই তা জানা যাবে।

June 26: The office of the State Coordinator for the NRC published an “additional draft exclusion list” consisting the names of 1,02,462 people on 26 June, 2019. The persons whose names appear in the Additional Draft Exclusions List are those persons whose names were included in the Draft NRC published on 30th July 2018 but were subsequently found ineligible. for three reasons:

  • Persons who were found to be DF (Declared Foreigner) or DV (Doubtful Voter) or PFT (persons with cases Pending at Foreigners Tribunals) or their descendants, as applicable, discovered after publication of Draft NRC.
  • Persons who were found to be ineligible while appearing as a witness in hearings held for disposal of Claims & Objections
  • Persons who were found to be ineligible during the process of verification carried out by the Local Registrars of Citizens Registration (LRCRs) under provisions of Clause 4(3), after the publication of Complete Draft NRC on July 30th, 2018.

Meanwhile, the hard copies of the additional draft exclusion list have been made available for public viewing at NRC Seva Kendras, offices of the deputy commissioner/SDO (Civi)/circle officers during office hours. Particulars of the additional draft exclusion list can also be viewed online in the NRC website www.nrcassam.in.

The notification further stated that such persons whose names will be excluded will have the opportunity to file their claims which will be disposed through a hearing by a disposing officer. The hearings will start from July 5 next. The date of hearings will also be available online in the NRC official website from June 29 next. The final NRC will be published on July 31 next.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker