Barak UpdatesBreaking News
নতুন কিছু নেই মুখ্যমন্ত্রীর ভাষণে!Nothing new in the speech of the Chief Minister
১৪ অক্টোবরঃ না, নতুন কোনও কথা শোনা গেল না মুখ্যমন্ত্রীর নির্বাচনী ভাষণে। যথারীতি বরাক-ব্রহ্মপুত্র সমন্বয় ও সার্বিক উন্নয়নের কথা বলে রাতাবাড়ির ভোটারদের কাছে ভোট চাইলেন সর্বানন্দ সোনোয়াল। সোমবার তিনি বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে সোজা হেলিকপ্টারে পৌঁছান সভাস্থলে। আনুষ্ঠানিক বরণের পর তিনি তার বক্তৃতায় সরকারের কাজকর্মের ফিরিস্তি উল্লেখ করেন।
বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে। কংগ্রেস আমলের নানা দুর্নীতি, কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দেন রাতাবাড়ির ভোটারদের৷ চা বাগান অধ্যুষিত অঞ্চল বলে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বাগানশ্রমিকদের উদ্দেশে জানান, তাঁর আমলে চা বাগানগুলিতে বিনা মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। এখন চিনিও দেওয়া হবে, তাও পুরো বিনা মাশুলে।
আবার বাঙালি ভোট টানতে এনআরসিকে টেনে আনেন৷ আগের ঢঙেই বলেন, ভয়ের কিছু নেই, আমি তো আছি৷ তবে শনবিলকে আইকনিক প্লেস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে যান মুখ্যমন্ত্রী৷