India & World UpdatesBreaking News
বঙ্গের তিন বিধায়ক বিজেপিতে, ৪ পুরসভা তৃণমূলের হাতছাড়া3 TMC MLAs along with many Councillors join BJP
২৮ মেঃ বিজেপিতে যোগ দিলেন ৩ বিধায়ক। সঙ্গে প্রচুর পুর কাউন্সিলর। তাতে চারটি পুরসভা হাতছাড়া হল তৃণমূলের। এছাড়া আরও একাধিক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি নইমুল হকও।
দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। তাঁরা দলে যোগ দেওয়া দুই তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় ও তুষারকান্তি ভট্টাচার্য এবং সিপিএম বিধায়ক দেবেন্দ্র রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন।
এ ছাড়া, নৈহাটি পুরসভার ৩১ কাউন্সিলরের মধ্যে ২৯ জনই এ দিন বিজেপিতে যোগ দিলেন। হালিশহর পুরসভার ২৩ জনের মধ্যে ১৭ জন বিজেপিতে নাম লিখিয়েছেন। তাঁদের রয়েছেন বর্তমান চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানও। একই চিত্র কাঁচরাপাড়া পুরসভায়। সেখানে ২৪ জনের মধ্যে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সহ ১৭ জন যোগ দিলেন বিজেপিতে। গেরুয়া দখলে যাচ্ছে ভাটপাড়া পুরসভাও।
কৈলাস বিজয়বর্গীয় নরেন্দ্র মোদির বক্তব্য মনে করিয়ে দেন। মোদি বলেছিলেন, বঙ্গের ৪০ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এ দিন এই প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পূর্ণ হল বলে মন্তব্য করেন কৈলাশ। তাঁর কথায়, মোদিজির নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে আরও অনেকে বিজেপিতে আসতে চাইছেন। মুকুল রায় বলেন, আগামী বিধানসভার নির্বাচনে বিরোধী দলের তকমাও মিলবে না তৃণমূলের।