NE UpdatesAnalyticsBreaking News
জেপিপি-কে সঙ্গে নিয়ে দেউরি স্বশাসিত পরিষদ গঠন করবে বিজেপি
১৪ নভেম্বর : প্রায় বিরোধী শূন্য হয়ে পড়ল দেউরি স্বশাসিত পরিষদ। নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও এ বার জেপিপিকে সঙ্গে নিয়েই বিজেপি গঠন করবে দেউরি স্বশাসিত পৰিষদ। রবিবার রাতে জেপিপি-র পারিষদদের সঙ্গে সাক্ষাৎ করার পরই সংবাদ মাধ্যমে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, দেউরি জনগণের বিকাশ ও উন্নয়নের জন্য জেপিপি ও বিজেপি একসঙ্গে মিলেমিশে কাজ করবে। তবে পরিষদের প্রধান কে হবেন, এমন প্রশ্নে হিমন্ত বলেন, বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেউরি স্বশাসিত পরিষদ নির্বাচনে জয়ী হয়েছে, তাই সিইএম বিজেপিরই হবেন।
উল্লেখ্য, দেউরি স্বশাসিত পরিষদ নিৰ্বাচনে বিজেপি ১২টি আসনে জয়লাভ করেছে। বিপৰীতে জেপিপি ৭টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় জেপিপির সব সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এই মিত্রতার ক্ষেত্রে জেপিপি কোনওধরনের শর্ত না রাখার কথা উল্লেখ করে।