Barak UpdatesBreaking News
মহর্ষি বিদ্যামন্দিরে আর প্লাস্টিক নয়, নির্দেশ অধ্যক্ষারNo more plastic in Maharshi Vidyamandir, directs Principal
৩ অক্টোবর : শিলচর কাঠাল রোডের মহর্ষি বিদ্যামন্দির চত্বরে প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না কেউ। বৃহস্পতিবার এই ঘোষণা দেন বিদ্যমন্দিরের অধ্যক্ষা শমিতা দত্ত। তিনি সাফ জানিয়ে দেন, এ বার থেকে প্লাস্টিক ব্যবহার করলে স্কুলের প্রশাসনিক বিভাগ উপযুক্ত ব্যবস্থা নেবে। ফলে এখন থেকে স্কুল ক্যাম্পাসের ভেতর কেউ প্লাস্টিক ব্যবহার করতে পারবে না। শমিতা দত্ত বলেন, পরিবেশ বান্ধব পদক্ষেপ বজায় রাখতেই এই সিদ্ধান্ত।
তাঁর কথায়, সবার ভালোর জন্যই এই নিষেধাজ্ঞা। তাছাড়া সরকার দেশকে প্লাস্টিক মুক্ত করতে চাইছে। তাই এগিয়ে আসতে হবে সবাইকে। বিশেষ করে কিশোর- যুব সম্প্রদায়ের ভূমিকা এখানে উল্লেখযোগ্য। স্কুল-কলেজ কর্তৃপক্ষকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ কিশোর-যুবাদের জাগরুক করে তোলার আসল জায়গা হচ্ছে শিক্ষা-প্রতিষ্ঠান।
এ দিন, পড়ুয়া ছাড়াও শিক্ষক-অশিক্ষক কর্মচারী প্লাস্টিক সাফাই অভিযানে নামেন। হয় এক সচেতনতা অনুষ্ঠানও। যেখানে প্লাস্টিকের কুফল সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষা শমিতা দত্ত।