BusinessBreaking News

No EMI to be paid for home, car & other loans for 3 months: RBI gives huge relief to common man
ঋণ গ্রহীতাদের তিন মাস ইএমআই কাটা হবে না, সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

২৭ মার্চ : একদিকে করোনার থাবা। অন্যদিকে এই ভাইরাস প্রতিরোধে লকডাউন। দুদিকেই আর্থসামাজিকভাবে চরম অনিশ্চয়তায় রয়েছেন দেশের মানুষ। এই অবস্থায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র এক সিদ্ধান্তে বড়সড় রেহাই পেয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। স্বস্তি পেয়েছেন আমজনতাও।

শুক্রবার সকালে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণা ছিল, ‘সবরকম টার্ম লোনের কিস্তির ওপর তিনমাস স্থগিতাদেশ থাকবে। সব ধরনের কমার্শিয়াল ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি সহ গ্রামীণ ব্যাংকগুলো যেন তাঁদের ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া বন্ধ রাখে। সেই অনুমতি দেওয়া হল তাদের।’ গভর্নর দাসের কথায়, এই প্রক্রিয়া অনুযায়ী ১ মার্চ থেকে যে ইনস্টলমেন্ট বকেয়া আছে, তা তিনমাস পিছিয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি এর পিছিয়ে যবে ঋণ শোধ করার মেয়াদও। এককথায় ঘোষণার মানে হচ্ছে বাড়ি, গাড়ি, ব্যবসার ঋণের জন্য যে সহজ মাসিক কিস্তি (ইএমআই) দিতে হয় তা তিন মাস স্থগিত থাকবে। এপ্রিল, মে ও জুন মাসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও ইএমআই কাটা হবে না।

রিজার্ভ ব্যাংকের এই ঘোষণা মধ্যবিত্ত ও চাকরিজীবিদের বড় রকমের অক্সিজেনের জোগান দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এদিকে, রিজার্ভ ব্যাংকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, আরবিআই-এর এমন সিদ্ধান্ত সঠিক অর্থেই বড় পদক্ষেপ। এতে বাজারে অর্থের জোগান বাড়বে। ঋণের ওপর সুদ কমবে। অনেকাংশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ব্যবসায়ী ও মধ্যবিত্তরা।

March 27: Providing some much-needed relief, the Reserve Bank of India (RBI) has decided to defer payment on term loans for the next 3 months. The move allows borrowers to not pay any equated monthly installments or EMIs for any loans until 30 June. This will bring relief to all borrowers, including those who have home loans, auto loans and education loans to their names. The reprieve will be available for loans taken from any financial institution for all loans outstanding as of 1 March 2020.

“All commercial banks including regional, rural and others are being permitted to allow 3-month moratorium of payment of installments on all terms loans outstanding as on March 1,” said RBI governor Shaktikanta Das. However, the RBI moratorium won’t be applicable on credit card repayments as outstanding on such accounts is not classified as a term loan.

In a move aimed at mitigating the impact of the coronavirus outbreak on businesses and employees in India, the apex bank also said all lending institutions and banks had been allowed to defer interest on working capital repayments by three months. The RBI also allowed banks to reassess the working capital cycle and said that they won’t be treated as non-performing assets.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker