Barak UpdatesBreaking News

কোনও নাগরিককে এই দেশ ছেড়ে কোথাও যেতে হবে না: মোদি
No citizen of India will have to leave the country: PM Modi

আসামের এন আরসি ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাইছি যে, দেশের কোনও নাগরিককে এই দেশ ছেড়ে কোথাও যেতে হবে না। উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে মানুষের চিন্তা দূর করার জন্য সব ধরনের সম্ভাব্য সুযোগ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে’ মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেছেন, ‘যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন বা মানুষের বিশ্বাস হারানোর ভয় রয়েছে,
এবং যিনি আমাদের বিভিন্ন উপায়ের উপর বিশ্বাস করেন না, সেইসব লোকই গৃহযুদ্ধ, রক্তপাত এবং দেশকে টুকরো টুকরো করার মতো বিভিন্ন শব্দ প্রয়োগ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন বিভিন্ন ইস্যু তুলে বেশ সোজাসাপ্টা জবাব দিয়েছেন। এনআরসি থেকে শুরু করে জিএসটি, এমনকি চাকরি নিয়েও অনেক কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের মহা জোট সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী পুনরায় পরিবারতন্ত্রের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, এখন দেখতে হবে মহাজোট কোন সময় ভাঙে, তা কি নির্বাচনের আগে, না পরে।

In an exclusive interview to ANI, Prime Minister Narendra Modi breaks his silence on the NRC issue and assured that ‘no citizen of India will have to leave the country.’ His comments come after a heated exchange of words between the ruling Bharatiya Janata Party (BJP) and the Opposition regarding NRC in Assam.

The TMC chief slammed the Centre over the draft and said that the NRC exercise in Assam was done with a ‘political motive’ to divide people and it would lead to ‘bloodbath’ and a ‘civil war’ in the country. She also penned a Bengali poem titled ‘Identity’ lashing out at BJP which was posted on her Facebook page.

Modi also took a dig at West Bengal chief minister Mamata Banerjee for her remarks against the final draft of the Assam NRC. “Those who have lost faith in themselves, fear loss of popular support and lack faith in our institutions can use words like ‘civil war’,‘blood bath’ and ‘desh ke tukde tukde.’

The Prime Minister said, “I want to assure the people that no citizen of India will have to leave the country. As per the due process, all possible opportunities will be given to get their concerns addressed.”

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker