Barak UpdatesBreaking News
সরস্বতী পুজোর পুরস্কার দিল নিট
NIIT Silchar declares result of Saraswati Puja Competition 2019
শুক্রবার শহরের উল্লাসকর দত্ত সরণির নিট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। আমন্ত্রিত অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড.তপধীর ভট্টাচার্য, জিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থ সারথি চন্দ ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুমিত্রা দত্ত।
স্কুল-কলেজ পড়ুয়া সহ শামিল ছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। নিট এর সঞ্চালক আইনজীবী দুলাল মিত্র বলেন, ৯ বছর ধরে এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে নিট। ফলে ব্যতিক্রম হয়নি এবারও। স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে শামিল হয়েছেন প্রতিযোগীরা।
এবারে আল্পনা প্রতিযোগিতায় স্কুল স্তরে প্রথম পুরস্কার পায় শিলচর মহর্ষি বিদ্যমন্দির।দ্বিতীয় হয় ডেফডিলস ও তৃতীয় পুরস্কার পেয়েছে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক স্কুল।
কলেজ স্তরে প্রথম হয় বিবকাননদ জুনিয়র কলেজে। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ আর জিসি কলেজ।
সাজসজ্জায় ললিত জৈন কমার্স কলেজ, রাধামাধব কলেজ ও কাছাড় কলেজ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়। তাছাড়া, এই সাজসজ্জা বিভাগে স্কুল স্তরে প্রথম হয় রামানুজ বিদ্যমন্দির, কাছাড় এইচএস হয় দ্বিতীয়, ডিএনএনকে স্কুল পায় তৃতীয় পুরস্কার।
February 15: Silchar was in a festive mood on the occasion of Saraswati Puja on 10 of February. Especially the student community was all geared up in celebrating Saraswati Puja amid much enthusiasm, festivity and religious fervour. Unlike every year, this year too NIIT, Silchar held a competition ring the Saraswati Puja.
The said competition was adjudged on two categories:
- Alpona: School level & College level
- Decoration: School level & College level
A team of judges comprising of eminent persons of Silchar went around different schools and colleges on the day of Saraswati Puja. There was much enthusiasm among the school and college students to get award for creativity during Saraswati Puja.
Finally, on Friday, NIIT, Silchar organised a ceremony and distributed the prizes. Present during the Prize Distribution ceremony were Prof. Tapodhir Bhattacharjee, Prof. Partha Chanda, Sumitra Dutta and Dulal Mitra. Prizes were given to the following schools and colleges:
NIIT Silchar Centre Saraswati Puja Competition, 2019
Alpona: College level :
1st – Vivekananda Junior College.
2nd – Ramanuj Gupta Junior
3rd – G.C College.
Alpona: School Level:
1st – Maharshi Vidya Mandir
2nd – Daffodils School
3rd – Adharchand HS School.
Decoration: College Level:
1st – Lalit Jain Commerce College
2nd- Radhamadhab College.
3rd – Cachar College.
Decoration: School Level:
1st – Ramanuj Vidya Mandir
2nd – Cachar High School
3rd – DNNK School.
Special Prize : Nilanjan Sengupta for idol making ,Teacher of Monmohan Vidyamandir.