Barak UpdatesBreaking News

১৫ শতাংশ মুসলমান আমাকে ভোট দিয়েছেন, বললেন রাজদীপ
15% Muslims voted for me, says Dr. Rajdeep Roy

২৪ মেঃ এ বার শিলচর লোকসভা আসনে ১৪-১৫ শতাংশ মুসলমান ভোটার বিজেপি-কে ভোট দিয়েছেন।  শুক্রবার সাংবাদিকদের ডেকে এই কথা বলেন নবনির্বাচিত সাংসদ ডা. রাজদীপ রায়। তিনি বলেন, কাছাড়ে কখনও বিজেপি ৪-৫ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট পেত না। এ বার গণনার সময় দেখা গিয়েছে ভিন্ন চিত্র। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের ইভিএমেও  একের পর এক পদ্মফুল বেরিয়েছে। রাজদীপবাবুর সরল স্বীকারোক্তি, নইলে এত ব্যবধানে জিততাম না।

Rananuj

তাঁর কথায়, কে এ বার বিজেপির পাশে দাঁড়ায়নি! পুরো বাগান ভোট তিনি পেয়েছেন। সব জনগোষ্ঠীর মানুষ বিজেপিকে জিতিয়েছে। এত ভোট, এক ব্যবধান তিনি নিজেও আশা করেননি।

জিতেই শুক্রবার সাংবাদিকদের রাজদীপ জানান, কাছাড় কাগজ কল পুনরায় চালু করা তাঁর অন্যতম কাজ। তবে তা পুরোপুরি সরকারি মালিকানায় নাও থাকতে পারে। কিছুটা শেয়ার বেসরকারি হাতে চলে যেতে পারে। সেই মতই এনএলসি ট্রাইব্যুনালে সরকার হলফনামা জমা করবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker