Barak UpdatesBreaking News

৮ ঘণ্টা কাজের দাবিতে মে দিবসে প্রতিবাদ রেল কর্মচারী ইউনিয়নের
NF Railways Employees Union observes May Day by demanding 8 hours of work

২ মে : বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করল রেলওয়ে কর্মচারী ইউনিয়ন। বুধবার ইউনিয়নের সদস্যরা জমায়েত হয়ে তাদের দাবির সমর্থনে আওয়াজ তোলেন। কর্মচারীদের কাজের সময় ৮ ঘণ্টা সর্বাবস্থায় বজায় রাখা, ন্যাশনাল পেনশন স্কিমের পরিবর্তে পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে এই দিনে তারা সংঘবদ্ধ প্রতিবাদ জানান।

ইউনিয়নের শাখা সম্পাদক কল্যান কুমার নাথ বলেন, কিছু কর্মচারীকে অন্যায়ভাবে বদলি করা হচ্ছে। তিনি আরও বলেন, ওপেন লাইনে ট্র‍্যাকম্যানরা হার্ডশিপ অ্যালাউন্স পাচ্ছে। কিন্তু নির্মাণ বিভাগে তা দেওয়া হচ্ছে না। এই বৈষম্য নীতি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। মৌখিক নির্দেশের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন যাচ্ছে, শ্রমিকদের সমস্যা বেড়েই যাচ্ছে।

 

ইউনিয়নের শাখা সভাপতি সুজন মিত্র বলেন, ৮ ঘণ্টা কাজের নিয়ম সারা বিশ্বে স্বীকৃত। কিন্তু রেল শ্রমিকদের ক্ষেত্রে তা কাগজেকলমেই রয়েছে। কারণ অনেকেই এর থেকে অনেক বেশি সময় কাজ করছেন। কর্মী কম কথায় থাকার কথা বলে কাজ করানো হচ্ছে ঠিকই, কিন্তু ভুল-ত্রুটি হলে আবার শাস্তির খাড়া নেমে আসে তাদের ওপর।

এভাবে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে আইএনটিইউসির মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক স্তরে আন্দোলন চলছে। তাছাড়া নিয়ম না মেনে ট্র‍্যাকম্যানদের দুর্গম স্থানে বদলি করা হয়। এই অন্যায়ের বিরুদ্ধে মে দিবসে ইউনিয়ন সোচ্চার হয়েছে। এই আন্দোলন আগামী দিনেও চলবে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker