NE UpdatesBarak UpdatesBreaking News

আরও এলএইচবি কোচ জুড়ল এনএফ রেল
NF Railway converted 13 passenger trains to LHB type coaches including Brahmaputra Mail

১৯ জুলাই : যাত্রীদের রেলযাত্রা আরও বেশি আরামদায়ক করে তুলতে ডিব্রুগড়দিল্লি ব্রহ্মপুত্র মেলের প্রচলিত কোচগুলি পাল্টে সে জায়গায় নতুন এলএইচবি কোচ সংযোগের সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। পরিবর্তনের এই সিদ্ধান্ত ডিব্রুগড় থেকে কার্যকর করা হবে ২০ জুলাই এবং দিল্লি থেকে কার্যকর হবে ২৩ জুলাই। নবরূপে সজ্জিত ডিব্রুগড়-দিল্লি ব্রহ্মপুত্র মেলটিতে থাকবে ১টি এসি টু টায়ার কোচ, ৪টি এসি থ্রি টায়ার কোচ, ১১টি স্লিপার ক্লাস কোচ এবং ৩টি দ্বিতীয় শ্রেণির কোচ।

প্রসঙ্গত উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই ১৩টি যাত্রীবাহী ট্রেনকে এলএইচবি কোচে রূপান্তরিত করেছে। এই ট্রেনগুলি হল কামাখ্যা লোকমান্য তিলক এক্সপ্রেস, কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস, ব্যাঙ্গালোর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস, কামাখ্যা আনন্দ বিহার এক্সপ্রেস, ডিব্রুগড় তাম্বারাম এক্সপ্রেস, ডিব্রুগড় চন্ডিগড় এক্সপ্রেস, ডিব্রুগড় অমৃতসর এক্সপ্রেস, কামাখ্যা পুরী এক্সপ্রেস এবং কামাখ্যা রাঁচি এক্সপ্রেস।

উল্লেখযোগ্য যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে এলএইচবি কোচের মোট ৩৪টি ট্রেন চলাচল করে। এর মধ্যে রাজধানী শতাব্দি ধরনের ট্রেন যেমন রয়েছে, তেমনি রয়েছে দেশের অন্যান্য জোনের অধীনে পরিষেবা প্রদানকারী অন্যান্য বেশ কয়েকটি ট্রেন। প্রচলিত কোচগুলির তুলনায় এলএইচবি কোচসমূহের সুবিধা অনেক বেশি। এই কোচগুলি শুধু যে নিরাপদ তাই নয়, যাত্রীদের জন্য আরামদায়কও। এলএইচবি কোচ দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত সহজ এবং এগুলো দেখতেও অত্যন্ত সুন্দর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker