NE UpdatesBarak UpdatesBreaking News
NF Railway cancelled many trains due to intense fogকুয়াশা ঘেরা মরশুমের জন্য বেশকিছু ট্রেন বাতিল করল এন এফ রেল
১৪ জানুয়ারি : আসন্ন কুয়াশা ঘেরা শীতের মরশুমের কথা চিন্তা করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এন এফ রেলওয়ের পক্ষ থেকে এক টুইট করে জানানো হয়েছে, আলিপুর দুয়ার জংশন থেকে দিল্লি পর্যন্ত যাওয়া ১৫৪৮৩ সিকিম-মহানন্দা এক্সপ্রেস ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আলিপুর দুয়ার জংশন থেকে বাতিল করা হয়েছে। একইভাবে দিল্লি থেকে আলিপুর দুয়ার জংশন পর্যন্ত যাওয়া ১৫৪৮৪ সিকিম-মহানন্দা এক্সপ্রেস ১৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এন এফ রেলের জেনারেল ম্যানেজার এক বিবৃতিতে বলেছেন, এ জন্য যাত্রীদের অসুবিধা হওয়ায় রেল দফতর দুঃখ প্রকাশ করছে।
এর পাশাপাশি রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, তিনসুকিয়া ডিভিশনের তিনসুকিয়া সেকশনে ডিব্রুগড় ও নিউ তিনসুকিয়ার মধ্যে রেল যোগাযোগে সমস্যার জন্য বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল বা গন্তব্যস্থল কিছুটা পরিবর্তন করা হয়েছে। এছাড়া আরও কিছু ট্রেনের চলাচলও নিয়ন্ত্রিত করা হয়েছে বলে সীমান্ত রেলের পক্ষে জানানো হয়েছে।