India & World UpdatesBreaking News
উচ্চমাধ্যমিকে নতুন বিষয়, ঘোষণা শিক্ষামন্ত্রীরNew Subjects to be introduced in Higher Secondary by AHSEC
১৬ মে : হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণার পরই পড়ুয়াদের জন্য নতুন বার্তা দিল রাজ্য সরকার। এ বছর থেকে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ঐচ্ছিক বিষয় হিসেবে ‘বাণিজ্য’ নিতে পারবে। গুয়াহাটির সেবা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য এ কথা ঘোষণা করেছেন।
মন্ত্রী বলেন, পড়ুয়াদের জন্য এটি এক খুশির খবর। এই শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ঐচ্ছিক বিষয় হিসেবে বাণিজ্য নিতে পারবে। প্রসঙ্গত, ২০১৮ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা ঐচ্ছিক বিষয় হিসেবে অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ভূগোল, হিন্দি, সংস্কৃত ইত্যাদি বিষয় পছন্দ করতে পারত। এখন থেকে এর সঙ্গে বাণিজ্য বিষয়টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে যেসব ছাত্রছাত্রীরা কমার্স নিয়ে পড়তে চায়, তাদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধাজনক হবে।
অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে উচ্চতর মাধ্যমিকের পাঠক্রমে ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। সেই বিষয়গুলো হচ্ছে, কৃষি ও উদ্যানবিদ্যা, স্বাস্থ্যসেবা, প্রাইভেট সিকিউরিটি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়ার ফলে উচ্চতর মাধ্যমিকের পড়ুয়ারা ভবিষ্যতে বিভিন্ন কোম্পানি বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য।