NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News

নয়া এসওপি : ২ জেলায় সম্পূর্ণ কার্ফু, ৩ জেলায় শিথিল
New SOP: Earlier restrictions to prevail in Barak Valley, effective from 28 July

Shops, offices open till 4 PM, Covid curfew from 5 PM in 3 districts of Barak Valley

২৭ জুলাই ঃ মঙ্গলবার নয়া নীতি-নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রেড জোনে থাকা ৫টি জেলার মধ্যে তিন জেলায় কার্ফু শিথিল করা হয়েছে। এই তিনটি জেলা হচ্ছে যোরহাট, বিশ্বনাথ ও শোণিতপুর। এই তিন জেলায় বেলা দুটো থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু বলবত করা হয়েছে। তবে লখিমপুর ও গোলাঘাট জেলায় কার্ফুতে কোনও ছাড় দেওয়া হয়নি। এই দুটি জেলায় সম্পূর্ণ কার্ফু জারি থাকবে। রাজ্যের বাকি ২৭টি জেলায় আগের নিয়ম অনুসারে কার্ফু জারি থাকবে। অর্থাৎ বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ২৭টি জেলায় বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকবে। গত কয়েকদিন থেকে যোরহাট, বিশ্বনাথ ও শোণিতপুরে সংক্রমণ কিছুটা কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়া এসওপিতে বলা হয়েছে, গোলাঘাট ও লখিমপুরে লকডাউন সদৃশ পরিস্থিতি থাকবে। এই দুই জেলায় কোনওধরনের বাণিজ্যিক স্থল, দোকান, সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে। তবে মুদির দোকান বা ফল-সবজির দোকান বা ডায়ারি ইত্যাদি বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। নতুনভাবে কার্ফু শিথিল করা তিন জেলায় সব ধরনের দোকান, বাণিজ্যিক স্থল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে বাকি জেলাগুলোতে আগের মতোই বিকেল ৪টা পর্যন্ত সব খোলা থাকবে। এই জেলাগুলোতে সন্ধ্যা ৫টা থেকে কার্ফু শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker