Barak UpdatesBreaking News

ঘরে ঘরে যাবে ডাকবিভাগের ব্যাঙ্ক, উদ্বোধন বরাকেও
Postmen to Provide Banking at Doorstep, New postal service launched

গ্রাম-শহর, কাছে-দূরে সবাইকে ব্যাঙ্কিং ব্যবস্থায় জুড়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার উদ্বোধন করলেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। সারা দেশে একযোগে ৬৫০টি ডাকঘর-শাখা এবং ৩ হাজার ২৫০টি পয়েন্টে এই ব্যাঙ্ক চালু হয়েছে। বরাক উপত্যকায় শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ ও বদরপুরে জাতীয় কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিলচরে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক এস লক্ষ্মণন, পুলিস সুপার রাকেশ রৌশন প্রমুখ উপস্থিত ছিলেন। সিনিয়র পোস্টাল সুপার হানজি ইমচুঙ্গার স্বাগত ভাষণ দেন।

Rananuj

এই নতুন ব্যবস্থায় গ্রামীন মানুষের কাছে ডাকপিয়নরাই হয়ে উঠবেন ব্যাঙ্ক। সারা দেশে ৩ লক্ষ ডাকপিয়ন ও ডাকসেবককে মোবাইল ও বায়ো-মেট্রিক সামগ্রী দেওয়া হবে। এ সবেরই সাহায্যে তাঁরা গ্রামাঞ্চলের মানুষের দরজায়-দরজায় ব্যাঙ্ক-কে পৌঁছে দেবেন। পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ডাকবিভাগের অধীনস্থ একটি পাবলিক সেক্টর কোম্পানি। এর ১০০ শতাংশ শেয়ার ডাকবিভাগের এবং তা নিয়ন্ত্রণ হবে রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে।

দিল্লির অনুষ্ঠানে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এগজিকিউটিভ অফিসার সুরেশ শেঠি জানিয়েছেন, মোবাইল ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিং ও এসএমএস ব্যাঙ্কিংয়ের সঙ্গে অতিরিক্ত হিসেবে তাঁরা দেবেন কুইক রেসপন্স কার্ডও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কুঋণ বা ফেরত না আসা ঋণের জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করেন। জোরগলায় দাবি করেন, সমস্ত ঋণ তিনি আদায় করে ছাড়বেন। মোদির কথায়, দেশের ১২টি বড় ঋণগ্রহীতার কাছে ব্যাঙ্কগুলির পাওনা ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। কিন্তু এর একটি টাকাও তাঁর আমলে দেওয়া নয়।

Prime Minister Narendra Modi on Saturday launched the payments bank of the Indian postal department that will take banking to the doorstep of every citizen, particularly in rural areas, through an unmatched network of post offices and almost three lakh postmen and ‘Grameen Dak Sewaks’. All the 1.55 lakh post offices in the country would be linked to the India Post Payments Bank (IPPB) system by December 31, 2018.

Along with the rest of the country, India Post Payment Bank (IPPB) was launched in the three districts of Barak Valley. Account holders of the Post Office Savings Bank would also be able to avail IPPB services by linking their accounts. The account holders in the payments bank would be provided a QR card and they can authorise transactions with the card and their biometrics.

At Silchar, the services were launched in a programme organized at Banga Bhavan wherein former Union Minister Kabindra Purkayastha, MLA Dilip Kumar Paul, Deputy Commissioner S. Lakshmanan, Police Super Rakesh Roushan and others were present. Hanji Imchunga, Senior Postal Superintendent delivered the welcome address.

The savings limit for savings account in the IPPB will be Rs. 1 lakh. The bank would provide services such as current account, savings account, remittances, money transfer, direct benefit transfer, enterprise and merchant payment, the minister informed, adding that the services would be available through multiple channels including counter services, micro ATM, mobile banking applications, SMS and IVR.

IPPB services will be available at 650 branches and 3,250 access points from today but will be quickly scaled to all 1.55 lakh post offices by December 2018. Of these, 1.30 lakh access points will be located in rural areas, taking it to vast untapped market. IPPB also has permission to link around 17-crore postal savings bank (PSB) accounts with its own set up.

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker