India & World UpdatesBreaking News
জেএনইউ-তে উত্তর পূর্বের পড়ুয়াদের জন্য ছাত্রাবাস হচ্ছে : ডোনার মন্ত্রীNew hostel coming up in JNU for students of Northeast:DoNER Minister
৪ জুন : দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্বের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রী নিবাস নির্মাণে কেন্দ্র সরকার অর্থ মঞ্জুর করেছে। উত্তরপূর্ব পরিষদ অর্থাৎ এনইসি এবং ডোনার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর ডোনার প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদ মাধ্যমের সামনে এ কথা জানিয়েছেন।
ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ১১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই অর্থ দিয়ে ২২৪টি কক্ষের চারতলা বিশিষ্ট একটি হোস্টেল নির্মাণ করা হবে। মন্ত্রী জানান, এই কক্ষগুলোর মধ্যে ২৪টি থাকবে দিব্যাঙ্গদের জন্য। দেড় একর জমির উপর নির্মীয়মান এই হোস্টেলে মোট ৪২৪ জন ছাত্রছাত্রী থাকতে পারবেন। এ প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, ব্যাঙ্গালোরে একই ধরনের উত্তর-পূর্বের ছাত্রছাত্রীদের জন্য নির্মিত একটি হোস্টেল কিছুদিন আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন।
অন্যদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যায়নরত উত্তর-পূর্বের ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে এর জন্য আড়াই কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এ দিন নতুন দিল্লির দ্বারকায় নির্মীয়মান উত্তর-পূর্ব সাংস্কৃতিক ও তথ্যকেন্দ্রের বিষয়েও আলোচনা হয়েছে।