Barak UpdatesBreaking News

মেডিক্যালে নতুন চিকিৎসক নিযুক্তি হয়নি, এসইউসিআইর ধরনা
New doctors not appointed at Silchar Medical College, SUCI sits for dharna

২০ নভেম্বর: আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসে এখানকার মেডিক্যাল কলেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু কোনো চিকিৎসক আজও নিয়োগ হয়নি৷ এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় এসইউসিআই৷ দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কাছাড়ের উপায়ুক্তের কার্যালয়ের মূল গেটের সামনে ধর্ণা প্রদর্শন করা হয় ।

ধর্ণা প্রদর্শন কালে মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি ইত্যাদি বিভাগ চালু করা, চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী, টেকনিক্যাল কর্মী ইত্যাদি নিয়োগের দাবিতে স্লোগান ওঠে । সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবার উন্নতি অত্যন্ত জরুরি । মেডিক্যালে কার্ডিওলজি বিভাগে ‘কার্ডিওলজিস্ট’ ও ‘কার্ডিও ভাসকুলার সার্জন’ না থাকার ফলে বহু রোগীকে বাধ্য হয়ে শিলংয়ের ‘নিগগ্রিমস’ বা গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যেতে হয় । পাহাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেকেই বিনা চিকিৎসায় মাঝপথেই মারা যান ।

সম্প্রতি সায়ন্তন চক্রবর্তী নামে একটি যুবকের মৃত্যুর পর শিলচরে তীব্র প্রতিবাদ সাব্যস্ত হলে স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এক সপ্তাহের মধ্যে শিলচর মেডিক্যাল কলেজে কার্ডিওলজি বিভাগে কার্ডিওলজিস্ট নিয়োগ করে দেবেন । সেই প্রতিশ্রুতি প্রদানের একমাস পেরিয়ে গেছে কিন্তু চিকিৎসক নিয়োগ হয়নি । অনুরূপভাবে নিউরোলজি বিভাগে একজন সার্জন নিয়োগ করা হয়েছে বলে যে প্রচার হয়েছিল তাও ধাপ্পাবাজি ছিল বলে ভবতোষবাবু মন্তব্য করেন ।

অপর বক্তা দলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজ স্থাপনের আট বছর অন্তরে স্থাপিত পঞ্চাশ বছর পূর্তি হওয়া শিলচর মেডিক্যাল কলেজে আজও নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, ওঙ্কোলজি ইত্যাদি বিভাগ চালু হয়নি৷ অথচ গুয়াহাটি মেডিক্যাল কলেজে এই সবগুলো বিভাগ রয়েছে । সদ্য স্থাপিত যোরহাট মেডিক্যাল কলেজে কার্ডিওলজি বিভাগে কার্ডিও ভাসকুলার সার্জন থাকলেও শিলচরে নেই কেন, এই প্রশ্ন তোলেন সুব্রতবাবু। তিনি এও বলেন যে, আসাম সরকারের অজানা নয় এই মেডিক্যাল কলেজে বরাক উপত্যকার তিন জেলা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম , মণিপুরের একাংশ এবং ডিমা হাসাও জেলার রোগীরাও চিকিৎসা করাতে আসেন । প্রতিদিন হাজার হাজার মানুষের চিকিৎসা হয় মেডিক্যাল কলেজে অথচ আধুনিক যন্ত্রপাতির অভাবে উন্নত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে এই মেডিক্যাল কলেজ ।

তিনি অভিযোগের সুরে বলেন, মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা রোগীরা কোনো সোনোগ্রাফি, সিটি স্ক্যান, এম আর আই করাতে গেলে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই অনেকে বাধ্য হয়ে বেশি টাকা খরচে বাইরে করাতে বাধ্য হন , মেডিক্যাল কলেজে আগে অনেক ঔষধ বিনামূল্যে দেয়া হত এখন ঔষধ তো দুরের কথা সূঁচ, তুলা ইত্যাদিও কিনে দিতে হয়। কলেজের ব্লাড ব্যাঙ্ক ও রোগীদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি জনসমক্ষে প্রকাশ পেয়েছে । ধর্ণা শেষে এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের একটি প্রতিনিধি দল একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রীকে প্রেরণ করে । ধর্ণা চলাকালে সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য মাধব ঘোষ, নকুল রঞ্জন পাল, লক্ষীচরণ আকুড়া, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker