NE UpdatesBarak Updates

নতুন বিমানবন্দর হবে শিলচরে, জানাল কেন্দ্র
New Airport to be built at Silchar, informs Centre

২৮ জুলাইঃ শিলচরে একটি নতুন বিমানবন্দর হবে। সে জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া রাজ্য সরকারের কাছে জমি চেয়ে চিঠি পাঠিয়েছে। গুয়াহাটির সাংসদ কুইন ওঝার প্রশ্নের জবাবে লোকসভায় এই কথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরি।

তিনি জানান, একই ধরনের পরিকল্পনা রয়েছে অরুণাচল প্রদেশের হলঙ্গিতেও। সেখানকার প্রস্তাবে এরই মধ্যে অনুমোদন দিয়েছেন তাঁরা। এখন কাজ শুরু করার জন্য দরপত্র ডাকা হবে। এরই প্রক্রিয়া চলছে।

শিলচর প্রসঙ্গে হরদীপ সিংয়ের বক্তব্য, জমি শুধু পেলেই হবে না। কতটা জমি পাওয়া যাবে, কোথায় সে জমি, সেখানকার পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয়ের ওপর নির্ভর করছে এই পরিকল্পনার বাস্তবায়ন।

কবে নাগাদ কাজ শুরু হবে, সাংসদ ওঝার প্রশ্নের জবাবে মন্ত্রী খোলামেলাই বলেন, এখনই তাঁর পক্ষে তা বলা সম্ভব নয়। মন্ত্রী জানান, তবে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইম্ফল বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের কাজ শুরু হয়ে গিয়েছে। লীলাবাড়ি বিমানবন্দরে নতুন করে কার্পেটিঙের কাজ চলছে। ডিব্রুগড় ও বরাপানি বিমানবন্দরে রানওয়ে বাড়ানো সহ অন্যান্য আনুষঙ্গিক কাজে হাত দেওয়া হয়েছে। রানওয়ের কাজ চলছে ডিমাপুর এয়ারপোর্টেও। আগরতলায় হ্যাঙ্গার নির্মাণ ও কারগো তৈরি হচ্ছে। রূপসী এবং তেজু বিমানবন্দরের উন্নয়নেও কাজ চলছে জানিয়েছেন তিনি।

এ দিকে, শিলচর বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, তারা নতুন বিমানবন্দরের জন্য অনেক আগেই প্রস্তাব পাঠিয়েছিলেন। কারণ এখানে যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। বর্তমান কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তা সামাল দেওয়া যাচ্ছে না। এর ওপর, আরও একটা নতুন এয়ারলাইন এই রুটে বিমান চালাতে আগ্রহী। তাই নতুন বিমানবন্দরের জন্য অন্তত ১ হাজার হেক্টর জমি চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। এর মধ্যে ৪০০ হেক্টর জমির ওপর রানওয়ে তৈরি হবে।

কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি জানিয়েছেন, নতুন এয়ারপোর্টের জন্য ভালো জমিই খুঁজে দিচ্ছেন তাঁরা। কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker