Barak UpdatesIndia & World UpdatesBreaking News
ধর্মীয় নির্যাতনের শিকারদের জন্য আসাম চুক্তির সংশোধন চায় নেলেকNELECC wants amendment in Assam Accord for religious persecuted people
৯ নভেম্বর: আসাম চুক্তির ৬ নং ধারা কার্যকর করতে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগী হয়েছে৷ পাশাপাশি সর্বশক্তি দিয়ে চেষ্টা চলছে নাগরিকত্ব আইন সংশোধন তথা ক্যাব আনার জন্য৷ কিন্তু এই দুটো যে একসঙ্গে চলতে পারে না, স্মারকলিপি দিয়ে তা নেডার আহ্বায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মাকে বোঝাল নেলেক৷ কী করণীয়, তাও জানিয়ে দেন সংগঠনের প্রধান কর্মকর্তা আইনজীবী শান্তনু নায়েক৷ বলেন, আসাম চুক্তি সংশোধন করে একটি অনুচ্ছেদ জুড়তে হবে৷ তাতে উল্লেখ থাকবে, আসাম চুক্তির ৬ ধারা শরণার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়৷
শান্তনুবাবু জানান, চুক্তিতে বলা হয়েছে, ১৯৬৬ সালের আগে থেকে যারা অসমে বসবাস করছেন তারাই ভারতীয়৷ তবে ৬৬ থেকে ৭১-র মধ্যে অসমে আসার নথি থাকলে ১০ বছরের জন্য তার ভোটাধিকার থাকবে না৷ এর পরই নাগরিকত্বের মর্যাদা মিলবে৷ কিন্তু ক্যাব বলছে, ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ২০১৪-র ডিসেম্বরে এলেও তিনি নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন৷ দুইয়ের মধ্যে সমন্বয়েরই অনুরোধ জানিয়েছে নেলেক৷