Barak Updates

নেলেকের বর্ষপূর্তিতে এনআরসি নিয়ে উদ্বেগ
NELECC expresses concern over NRC during its first anniversary

৩ জুনঃ এনআরসি নিয়ে প্রবল উদ্বেগের সময়ে নাগরিকত্ব সংশোধনী বিলের দাবিতে শিলচরে জন্ম হয়েছিল নর্থ ইস্ট লিঙ্গুইস্টিক অ্যান্ড এথনিক কো-অর্ডিনেশন কমিটি (নেলেক)। দিনটি ছিল ৩ জুন, ২০১৮। এক বছরে সাংগঠনিক দিক থেকে বেশ সাফল্য পেয়েছেন তাঁরা। এনআরসি-র নানা পর্বে নেলেক-এর পক্ষ থেকে আওয়াজ তোলা হয়েছে। নাগরিকত্ব বিলের জন্য বরাক বনধও সর্বাত্মক সফল হয়েছে। কিন্তু এনআরসি দুর্ভোগ বা নাগরিকত্ব বিল নিয়ে আশঙ্কার জায়গা এখনও শেষ হয়ে যায়নি। তাই সোমবার নেলেক-এর বর্ষপূর্তির অনুষ্ঠানে এ নিয়েই উদ্বেগ প্রকাশ করা হয়।

কেক কেটে বর্ষপূর্তি পালন করা হলেও প্রতি মুহূর্তে চর্চা হয়েছে এনআরসি তালিকা প্রকাশেরপর অবস্থা কী হবে ! কত মানুষের নাম যে বাদ পড়বে ! অনেকে উল্লেখ করেন, ৩০ জুলাইর চূড়ান্ত তালিকা নয়, ২২ জুন যে সম্ভাব্য বাদ পড়াদের তালিকা প্রকাশ হতে চলেছে, তাও কম চিন্তার নয়। তবে তাঁদের কাছে আশার কথা , দেশে এমন একটি সরকার গঠিত হয়েছে, যারা নাগরিকত্ব সংশোধনী বিল পাশের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

এ দিন বক্তারা ৩০ জুলাইর আগেই এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করতে আর্জি জানান। কঙ্কন নারায়ণ সিকদার, অসিত দত্ত, বিবেক পোদ্দার-রা বলেন, একমাত্র বিল বা অধ্যাদেশের মাধ্যমেই এনআরসি থেকে বাদ পড়া শরণার্থীরা নাগরিকত্ব বিবাদ থেকে রেহাই পাবেন। শান্তনু নায়েক, বাসুদেব শর্মা, আশিস হালদার, অভিজিত নাথ, রত্নাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মত বিনিময় করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে চূড়ান্ত হয়, শীঘ্র বার্ষিক সাধারণ সভা ডেকে কমিটি পুনর্গঠন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker