SportsBreaking News
সোনা জিতে ইতিহাসে নীরজ, সিন্ধুও আশায়Neeraj Chopra Wins Gold in Javelin Throw; creates history
নীরজ চোপড়া ইতিহাস গড়লেন। জ্যাভেলিন থ্রো-য়ে সোনা জিতলেন। এর আগে এশিয়ান গেমসে এই ইভেন্টে কেউ সেরার পদক তুলে আনতে পারেননি। নীরজ অবশ্য এই বছর কমনওয়েলথ গেমসেও প্রথম স্থান অধিকার করেন। সোমবার এশিয়ান গেমসের নবম দিনে নীরজের সঙ্গে পদক-যুক্ত হলেন নীনা ভরাকিল, ধারুন আয়াস্বামী এবং সুধা সিং-ও। তাঁরা রুপো জেতেন। নীনা লংজাম্প, আয়াস্বামী ৪০০ মিটার হার্ডল এবং সুধা লড়েন ৩ হাজার মিটার স্টেপলচেজে। পদকজয়ীদের তালিকায় রয়েছেন সাইনা নেহওয়ালও। তিনি ব্যাডমিন্টন সিঙ্গলস-এ ব্রোঞ্জ লাভ করেন। তবে পিভি সিন্ধু রুপো নিশ্চিত করে নিয়েছেন। মঙ্গলবার তিনি সোনার জন্য ফাইনালে লড়বেন। কাঙ্ক্ষিত ফলাফল করতে পারলে রেকর্ড গড়বেন। এর আগে এশিয়াড ব্যাডমিন্টনে কোনও ভারতীয় মহিলা সোনা জেতেননি।
পদক তালিকায় চিন শুরু থেকেই শীর্ষে রয়েছে। ভারতের অবস্থান নবম। এ পর্যন্ত ৮টি সোনা, ১৩টি রুপো ও ২০টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় খেলোয়াড়রা।
২০ বছরের নীরজের সোনা-জয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত শুধু হরিয়ানার নয়, সারা দেশের জন্য গর্বের। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া তাঁকে ‘জ্যাভেলিন কিং অব এশিয়া’ বলে ট্যুইট-বার্তা পাঠিয়েছে।
Neeraj Chopra won javelin gold with a throw of 88.06m in the Men’s Javelin throw at the 18th Asian Games on Monday. It is Neeraj’s personal best as well as the new national record. The 20-year-old had earlier won gold at the Commonwealth Games with a throw of 86.47m.
Chopra’s biggest rival was expected to be Chao Tsun Cheng, who last year recorded a throw of 91.36m but the Chinese Taipei thrower could manage a best of 79.81 to finish fifth. Chopra wasn’t alone in bringing glory for India as Neena Varakil, Dharun Ayyasamy and Sudha Singh also got their hands on medals. Sudha Singh won silver in women’s 3000m steeplechase with a timing of 9:40.03s. Dharun Ayyasamy added to the tally with a silver in men’s 400m hurdles. Prime Minister Narendra Modi also congratulated Chopra on Twitter after the athlete won India’s 8th gold at the event.