Barak UpdatesBreaking News

কাছাড়েও কৃমিনাশক দিবসে ট্যাবলেট বিতরণ, সচেতনতার পাঠ
National Deworming Day observed at Silchar, tablets distributed

২৭ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায়ও কৃমিনাশক দিবস পালিত হল মঙ্গলবার। শিলচর মালুগ্রাম গার্লস এমই স্কুলে আনুষ্ঠানিক উদ্বোধন হয় জেলা পর্যায়ের কর্মসূচির। ববস্থাপনায় ছিল ন্যাশনাল হেলথ মিশন ও ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি।

Rananuj

জেলা সমগ্র শিক্ষা অভিযান মিশন সহ গার্লস এমই কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উপস্থিত ছিলেন এসডিএমও ডা: অজিত ভট্টাচার্য, এমই স্কুল পরিচালনা সমিতির সভাপতি নীলোৎপল চৌধুরী, ডিইইও সুমিত্রা দেব, ডা: বিজন দাস, ডিপিও রানারঞ্জন নাথ, ডিএমই সুমন চৌধুরী সহ শিক্ষক-শিক্ষিকারা।

স্কুলের প্রত্যেক পড়ুয়াকে কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হয় এ দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্লক রিসোর্স পার্সন নবারুণ চক্রবর্তী। প্রত্যেক বক্তাই কৃমিনাশক দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন। এ ব্যাপারে সহজ-সরল ভাবে বিস্তারিত তুলে ধরেন ডা: অজিত ভট্টাচার্য। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ট্যাবলেট এদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সরকারি-বেসরকারি স্কুলও পাবে এই সুবিধা। এতে পড়ুয়ারা কৃমির প্রভাবে দেখা দেওয়া বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবে। বছরে দু’বার এমন অভিযান চালিয়ে থাকে এনএইচএম, জানান ডা: অজিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker