Barak UpdatesSports

বিষ্ণুপদ গুপ্ত ক্রিকেটে চ্যাম্পিয়ন নরসিং স্কুল
Narshing HS School becomes champion in Bishnu Gupta Cricket Tournament

২১ এপ্রিলঃ ডিএসএ পরিচালিত বিষ্ণুপদ গুপ্ত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল।  শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে লড়াইয়ে শুরু থেকেই প্রকৃতি বিমুখ ছিল। গভর্নমেন্ট বয়েজ পুরো ২০ ওভার খেলতে পারলেও দ্বিতীয় ইনিংস কিছুতেই শেষ করা যায়নি। তাই ম্যাচের দুই আম্পায়ার দুই দলের অধিনায়কের সঙ্গে পরামর্শ করে উভয়ের প্রথম ১০ ওভারকে হিসেবে ধরা হয়। তাতেই গভর্নমেন্ট বয়েজকে রানার্স হিসেবেই সন্তুষ্ট থাকতে হয়। প্রথম ইনিংসে এরা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৮০ রান তোলে। ১৩ অনূর্ধ্ব দলটির অধিনায়ক শাহিদ আহমদ ৮ বলে ১১ করে। জাভেদ হোসেন লস্কর তিনটি বাউন্ডারি মেরে মোট ১৬ রান ঝুলিতে পোরে। জবাবি ব্যাটিংয়ে নরসিং স্কুল ১৫.২ ওভারে ৫৮ রান করেছিল। ততক্ষণে তাদের উইকেট খোয়াতে হয় ৫টি। ঝড়বৃষ্টির দরুন খেলা স্থগিতের আগে পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করে মহীতোষ বৈষ্ণব।

পরে প্রথম ১০ ওভারের হিসেবে দেখা যায়, গভর্নমেন্ট বয়েজ ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছিল তখন। অন্যদিকে, একই সময়ে নরসিং স্কুলের ভাড়ারে জমা পড়ে সমসংখ্যক উইকেট খুইয়ে ৪৬। তাই নরসিং স্কুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তাদের হাতে ৮ হাজার চেক তুলে দেওয়া হয়। অন্যদিকে রানার্স দল পায় ৫ হাজার টাকা। মহীতোষ বৈষ্ণবকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়। একই স্কুলে অনিকেত বাসফর হয় ম্যান অব দ্য টুর্নামেন্ট। তাকে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের খেতাবও দেওয়া হয়েছে। গভঃ বয়েজের রোহিত দাস সেরা বোলারের ট্রফি পায়। ময়ুরেশ বাসফর প্রতিশ্রুতিবান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্পনসর পরিবারের পক্ষে ছিলেন অভিজিত গুপ্ত, অরিজিত গুপ্ত, বিশ্বদীপ গুপ্ত ও অরিন্দম গুপ্ত। ছিলেন ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, দুই সহসচিব বিজেন্দ্রপ্রসাদ সিং ও চন্দন শর্মা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker