NE UpdatesIndia & World UpdatesBreaking News
নাগা চুক্তি: মণিপুরের আন্দোলনকারীদের সঙ্গে অমিত শাহের বৈঠকNaga Accord: Amit Shah meets with protesters of Manipur
২৬ নভেম্বর: নাগা শান্তি চুক্তি নিয়ে মণিপুরে যে সব সংগঠন আন্দোলন করে চলেছে, তাদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ কোরকমির আহ্বায়ক জিতেন্দ্র নিংগোম্বার নেতৃত্বে এক প্রতিনিধি দল এনএসসিএন-আইএমের সঙ্গে চুক্তির ফলে মণিপুরের ভৌগোলিক ও প্রশাসনিক ক্ষেত্রে যাতে কোনও প্রভাব না পড়ে সেই দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকপত্র তুলে দিয়েছেন। অমিত শাহ কোরকমি নেতাদের আশ্বাস দিয়েছেন, নাগা চুক্তির কোনও নেতিবাচক প্রভাব মণিপুরে পড়বে না।
বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কে রেড্ডি, বিজেপির সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা, উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম স্বরাষ্ট্র সচিব সত্যেন্দ্র গর্গ, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, শিক্ষামন্ত্রী টি রাধেশ্যামও উপস্থিত ছিলেন বলে কোরকমি সূত্রে জানা গিয়েছে৷