Barak UpdatesCultureBreaking News
জমজমাট অনুষ্ঠানে শুরু দলছুটের কার্নিভালMusic carnival of Dolchut starts on a high note
শুক্রবার বিশ্ব সঙ্গীত দিবসে থাকছে দলছুটের একগুচ্ছ চমক
২০ জুন: বৃষ্টি আর দলছুটের একটা ভালবাসা রয়েছে। দলছুটের অনুষ্ঠান থাকবে আর বৃষ্টি হবে না, সে কি হয়! বৃহস্পতিবার শিলচর গোলদিঘি মলে ‘গান ফেস টু ফেস’ দিয়ে সূচনা হয় দলছুট কার্নিভালের। আর এর আগেই বিকেলে তুমুল বৃষ্টিতে স্নান করে নেয় এই শহর। তবে গানপাগলরা এই ভারী বৃষ্টিকে তোয়াক্কা না করেই ভিড় জমান দলছুটের প্রথম ইভেন্টে।
সবচে ভাল লেগেছে, বৃষ্টি-বিড়ম্বনাকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন ঠিক সাড়ে ছটাতেই নিজেদের অনুষ্ঠান শুরু করে দেয় দলছুট। হ্যাঁ, এটা ঠিক যে বর্ষণের ফলে দর্শক শুরুতে একটু কম ছিল; তবে আধঘন্টা যেতে না যেতেই গিজগিজ করতে থাকে দর্শক, বসার আসন পর্যন্ত পাননি অনেকেই। এরমধ্যে তরুণ প্রজন্মের ভিড় ছিল তো নজরকাড়া।
এদিন কিশোরে কন্ঠী গায়ক সুজিত দাসের হাত ধরে সূচনা হয় ‘ফেস টু ফেস’-এর। তাঁকে সংস্থার পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়। সুজিতবাবু শোনান কালজয়ী কয়েকটা গান। এরপর স্বপ্নবন্দর, ফকিরা এসব ব্যান্ড-এর দুর্দান্ত কিছু পরিবেশনা যেমন ছিল, তেমনি ছিল একক গানও। তবে সব ভাল-লাগার মধ্যেও আলাদা করে বললে ঋজয় কানুনগো র্যাপ সংগীত গেয়ে দর্শক মাতিয়ে তুলেন। দলছুট এদিন সব রকমের গায়ক-গায়িকাকেই সুযোগ করে দিয়েছিল গান শোনানোর, এটাই সন্ধের সেরা প্রাপ্তি।
তবে শেষটা ছিল অসাধারণ। মনে হচ্ছিল, আরো চলতে থাকুক। শেষপর্বে দলছুট এদিন ধামাইল গেয়ে আসর জমিয়ে দেয়। এরপর শুরু হয় অন্তাক্ষরী। গানপাগলদের এই প্রিয় খেলাটি মল চত্বরকে মাতাল করে দেয়। ছোট থেকে বুড়ো, সবাই এতে শামিল হন। শামিল হন গায়ক থেকে অ-গায়ক সবাই। এতেই পরিবেশটি এক অনন্য স্বাদ দেয়। শেষটা হয় দলছুটের বকুল ফুল গানের সঙ্গে সবার নাচ-টাচ দিয়ে। আর, এভাবেই প্রথম দিনটা কেটে যায় কার্নিভালের।
শুক্রবার এই আসরের দ্বিতীয় দিন। এদিনটাই তো বিশ্ব সংগীত দিবস। ফলে এদিন রয়েছে চমকে চমক। সন্ধে ৬.৩০ থেকে সদরঘাটের বঙ্গভবনে রয়েছে দলছুটেরই নানা স্বাদের ইভেন্ট। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই থাকবে একটি গ্রান্ড কয়্যার, যাতে অংশ নেবে পঞ্চাশজনের বেশি ছেলেমেয়ে। এরপরেই রয়েছে মিউজিক্যাল ট্রায়াঙ্গাল। এবার ট্রায়াঙ্গাল-এ থাকবেন বাঁশি বাদক কানাইলাল দাস, বর্ষীয়ান তবলচি অসীমানন্দ বিশ্বাস ও সেতার বাদক রাজর্ষি ভট্টাচার্য। এই ট্রায়াঙ্গাল সঞ্চালনা করবেন বিশ্বজিৎ রায়চৌধুরী।
দলছুট জানিয়েছে, এদিনের শেষ আকর্ষণ ‘মেহফিল-এ-গান’। আর এ ধরনের প্রয়াস অতীতে হয়েছে কিনা, তাও তাদের জানা নেই। কারণ পুরো ইভেন্ট-টাই হবে কাওয়ালির কায়দায়। কশ্চিউম থেকে পরিবেশনা, শায়েরি, সব কিছুই থাকবে এতে। মোট দশজন গায়ক-গায়িকা নিয়ে সাজানো হয়েছে পরিবেশনাটি। দলছুটের সম্পাদক দিব্যেন্দু সোম অবশ্য জানিয়েছেন, এদিনের প্রতিটি পরিবেশনা এমনভাবে সাজানো হয়েছে, যা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকে দীর্ঘদিন।
ফলে বোঝাই যাচ্ছে, কয়্যার থেকে কাওয়ালি, দর্শকরা এদিন মিস করলে, অনেক কিছুই মিস করবেন।
Also Read: গোলদিঘি মলে ‘গান ফেস টু ফেস’ দিয়ে শুরু জমজমাট দলছুট কার্নিভাল