Barak UpdatesBreaking News

ম্যানেজার খুনঃ ধৃতদের ৪ দিনের হেফাজতে নিল পুলিশ
Murder of Manager: Arrested suspects sent for 4 day police custody

৩০ সেপ্টেম্বর : ম্যানেজার হত্যার দায়ে ধৃত বাগান পঞ্চায়েতের ৩ সদস্যকে ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে নিল পুলিশ l রবিবার ছুটির দিনে থাকায় লক্ষীপুরের বিশেষ আদালতে তোলা হয়েছিল তাদের l

শুক্রবার রাতে সিনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার সন্দীপ সিং তানোয়ার স্ত্রীর চিকিত্সা করিয়ে চিকিত্সককে পৌছে দিতে রাত এগারোটা নাগাদ লাবক বাগানস্থিত কোয়ার্টার থেকে বাইক নিয়ে বের হন l এরপর আর বাড়ি ফিরেননি l রাত সাড়ে তিনটা নাগাদ তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় l লক্ষীপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল l

Mutilated deadbody of Sandip Singh

শিলচর থেকে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত চালানো হয় l পুলিশ লালাং বাগান পঞ্চায়েতের মোট ১২ জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে l  ৯ জনকে ছেড়ে দেওয়া হয় l গ্রেফতার করা হয় সন্তোষ নায়ক, সন্তোষ ঘাটওয়ার ও শুকমোহন তন্তুভাইকে l
ধৃতরা অবশ্য হত্যায় জড়িত থাকার কথা আগাগোড়া অস্বীকার করছে। তারা জানায়, শুক্রবার বিকালে পূজার বোনাস নিয়ে সভা হয়েছিল l ম্যানেজার তানোয়ারও  উপস্থিত ছিলেন  সেখানেl সভাশেষে যে যার মতো ফিরে যান l ওই সভায় কোনও ইস্যুতে মতবিরোধ হয়নি। তবে গত বছর অবিনাশ রী নামে এক শ্রমিকের বোনাস হয়নি l এনিয়ে তারা শ্রমিক ইউনিয়নের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন l ওই সূত্রেই  সন্দেহবশত তাদের আটক করা হয় বলে তারা জানান l তবে লক্ষীপুরের ওসি আনোয়ার হুসেন চৌধুরীর একটাই বক্তব্য, জেরা চলছে ।

Deceased Sanjib Singh with his wife & kids

এদিকে, নিহত সন্দীপ সিং তানোয়ারের ভাই সঞ্জীব তানোয়ার শনিবার বিকেলে শিলচরে এসে দাদার মৃতদেহ গ্রহণ করেন। পরে তাঁরা আর লাবক বাগানে যেতে চাননি। রবিবার মৃতদেহ নিয়ে বিমানে হরিয়ানার উদ্দেশে রওয়ানা হন।

September 30: The three panchayat members of the garden who were arrested in connection of the murder of the Manager were sent for 4 day police custody on Sunday. As it was a holiday, so they were produced before the special court at Lakhipur.

Sniffer dogs were taken from Silchar for the sake of investigation. Police summoned 12 members of the Garden Panchayat of Lalang Tea for interrogation. Nine among them were later allowed to go and three of them were arrested. Those arrested are Santosh Nayak, Santosh Ghatowar and Sukmohan Tantubhai.

Mutilated deadbody of Sandip Singh

However, the trio kept on denying their involvement in the murder all throughout. They informed that on Friday a meeting was held regarding the Puja bonus in which Manager Tanwar was also present. There was no alteration of words or any chaos in that meeting. So after the meeting was over, all of them went away normally. However, they said that a labourer, named, Avinash Ree did not get his bonus last year. As a result, a formal complaint was also lodged with the Labourers Union. The trio informed that they were arrested as a sequence to that incident. However, OC of Lakhipur Police Station Anawar Hussain Choudhury said that investigation is going on and at this stage nothing could be divulged.

Deceased Sanjib Singh with his wife & kids

Meanwhile, Sanjib Tanowar, the brother of the deceased Sandip Singh Tanowar has arrived and received the deadbody on Saturday evening. However, they did not want to go any further to Labac Tea Estate. They rather went to Haryana by flight along with the deadbody on Sunday.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker