Barak UpdatesBreaking News
মহাজন থেকে কৃষকদের বাঁচাতেই সাজুলি প্রকল্প : সিদ্ধার্থMukhya Mantri Krishi Sa-Sajuli Yojana inaugurated by Minister Siddhartha Bhattacharjee
১২ ফেব্রুয়ারি : একটা সময় ছিল যখন কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ক্রয় করার জন্য মহাজনদের কাছে যেতে হতো। কিন্তু এখন দিনকাল পাল্টেছে। কৃষকদের কৃষির সরঞ্জাম ক্রয় করার জন্য এখন আর মহাজনদের কাছে যেতে হয় না। এ বার বিজেপি সরকার মহাজনদের খপ্পর থেকে কৃষকদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী কৃষি সা-সাজুলি প্রকল্প শুরু করেছে।
মঙ্গলবার শিলচরে এসে এ মন্তব্য করেন রাজ্যের কৃষি ও শিক্ষা মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য। তিনি বলেন, সরকার উন্নয়নমূলক প্রকল্প সুবিধাপ্রাপকদের মধ্যে বিতরণ করতে কোনও ধরনের বৈষম্য করে না। এ প্রসঙ্গে তিনি আগের কংগ্রেস সরকারেরও সমালোচনা করেছেন।
কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এ দিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সা-সাজুলি যোজনার উদ্বোধন করেন। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য এককালীন ৫ হাজার টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হবে। এতে কাছাড় জেলার ২২ হাজার ১৮৬ জন কৃষক উপকৃত হবেন।
শিক্ষামন্ত্রী এ দিন জেলার ১৬ জন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জানিয়েছেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজ্যের বন, পরিবেশ ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়ক আমিনুল হক লস্কর, মিহির কান্তি সোম, কিশোর নাথ, কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই সহ কৃষি আধিকারিক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
Ceremonial Function of Mukhya Mantri Krishi Sa-Sajuli Yojana in the august presence of Shri. Siddhartha Bhattacharya, Hon'ble Minister of Education, Law & Justice etc.Shri. Parimal Suklabaidya, Hon'ble Cabinet Minister,Fishery,
Excise,Environment and Forest etc. #MMKSSY pic.twitter.com/2uS94uMGW4— Cachar District (@DistrictCachar) February 12, 2019
এ দিকে মন্ত্রী ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় হাইলাকান্দিতে অনুরূপ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি জেলার বাছাই করা ১২ হাজার ৩৪৪ জন হিতাধিকারীর মধ্যে ১০ জন কৃষককে সংবর্ধনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন।
মন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে গোটা রাজ্যে ৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে জমা পড়বে।