SportsBreaking News
MS Dhoni retires from international cricketআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ধোনি
15 আগস্টঃ যাবতীয় জল্পনা, কৌতূহলের অবসান ঘটালেন মহেন্দ্র সিং ধোনি। স্বাধীনতা দিবসের দিনেই অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন তিনি। সবাইকে চমকে দিয়ে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘কেরিয়ার জুড়ে আমার প্রতি ভালবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। ১৯টা ২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারো।’’
২০১৪ সালের ৩০ ডিসেম্বর অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই ধোনি জানিয়ে দিয়েছিলেন তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন। সে দিনও তাঁর সিদ্ধান্তে চমকে উঠেছিল ক্রিকেটবিশ্ব।বছর তিনেক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ধোনি। ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালের হারের পর থেকে আর মাঠে ফেরেননি।
আর শনিবারের সাড়ে সাতটার ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়ে গেল তাঁর দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট পরিক্রমা। এই ১৫ বছরে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ, ঘরের মাঠে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর হাত ধরেই টেস্ট ক্রিকে্টে বিশ্বের একনম্বর দল হয়েছিল ভারত। পরিসংখ্যানের দিক থেকে দেখতে গেলে দেশের সফলতম অধিনায়ক তিনিই। শনিবার ভারতীয় ক্রিকেটে ধোনি-যুগ শেষ হয়ে গেল।
August 15: Former India captain and two-time World Cup winner, Mahendra Singh Dhoni announced his retirement from international cricket on Saturday. MS Dhoni wrote in an Instagram post wrote, “Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired.” Dhoni had earlier quit Test cricket in 2014 after the Melbourne Test on the tour of Australia and had handed over ODI and T20I captaincy to Virat Kohli in January 2017.
In an ODI career stretching across 350 matches, Dhoni scored 10, 773 runs with a highest score of 183 not out. He finishes with 10 centuries and 73 half-centuries to his name. The wicketkeeper-batsman also has 229 ODI sixes – the most for an Indian batsman. Dhoni took over as ODI captain from Rahul Dravid in 2007 and won 55 percent of the 200 games (110 wins, 74 defeats, 5 tied, 11 NR). Domestically, in the IPL, Dhoni has led Chennai Super Kings to three titles and will be looking add a fourth before the end of the year.