Barak UpdatesBreaking News

জিসি কলেজে মার্কিন এনজিও-র মোটিভেশনাল লেকচার
Motivational Lecture by a NGO from USA at G.C.College

২৮ নভেম্বরঃ ভারতে অলাভজনক মার্কিন কর্মপ্রকল্পের সুবিধে ও সমস্যা নিয়ে বুধবার শিলচর গুরুচরণ কলেজে এক সেমিনার হয়। ‘সিডস অব লাভ এভরিহয়ার’ নামে এক মার্কিন এনজিও-র প্রতিষ্ঠাতা ডানা লি এবং পরিচালন পর্ষদের সদস্য টনি ওয়াকার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। পৌরোহিত্য করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি জ্যোতিলাল চৌধুরী। কলেজের অধ্যক্ষ বিভাস দেব, উপাধ্যক্ষ অশেষ ভট্টাচার্য, আইকিউএসি-র কো-অর্ডিনেটর জয়দীপ ভট্টাচার্য এবং স্থানীয় সনাতন উন্নয়ন সংস্থার প্রধান অশোক নাথও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অধ্যক্ষ ড. দেব জানান, মুখ্যত এ দিন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে সাতদিনের ওয়ার্কশপ শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে প্রথম দিন এই মোটিভেশনাল কর্মসূচি আয়োজিত হয়। শাড়ি পরে অতি সাধারণ বেশভূষায় শুরুতেই    ডানা লি  সকলের মন জয় করে নেন। বক্তৃতায় তিনি মূলত বলেন, ১৯৭৫ সালের ভিয়েতনাম যুদ্ধ কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছে। সে সময়ের কঠিন সংগ্রামই পরবর্তী সময়ে তাঁকে মানুষের পাশে থাকতে সাহায্য করেছে বলে জানান ডানা।

তাঁর কথায়, ভারত ছাড়াও কাম্বোডিয়া, লাওস, উগান্ডা, বাংলাদেশ এবং ইথিওপিয়ায় তাঁদের ৮টি প্রকল্প চলেছে। মিজোরামে চাকমা ছেলেমেয়েদের পড়ানোর একটা প্রকল্পও হাতে নিয়েছেন তাঁরা। এখন এসেছেন শিলচরে। এখানে কী করা যায়, ঘুরে দেখছেন।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker