Barak UpdatesBreaking News

অসমিয়া থেকে বাঙালিরাই বেশি পড়াশোনা করছে অসমিয়া স্কুলে, মন্তব্য রঞ্জিত দাসের
More Bengalis studying in Assamese schools than Assamese themselves, says BJP President

২ ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধিত বিল ২০১৬’র প্রতি সমর্থন ব্যক্ত করে প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস রবিবার শিলচরে বললেন, ১৯৮৫ সালের পর থেকে আসামে বাংলা, নেপালি ও হিন্দি মাধ্যমের একটিও স্কুল স্থাপন হয়নি। এটা সত্যি যে বিশাল সংখ্যক বাঙালি ছেলেমেয়েরা অসমিয়া মাধ্যমের স্কুলে পড়াশোনা করছে। প্রদেশ সভাপতি এ দিন আরও বলেন, রিপোর্ট অনুযায়ী কোনও স্কুলে অসমিয়া ভাষিক গোষ্ঠীর পড়ুয়াদের তুলনায় বাঙালি ছাত্ররা বেশি রয়েছে।

Rananuj

তিন দিনের বরাক সফরের শেষ পর্যায়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রদেশ সভাপতি। এই সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, জেলা সভাপতি কৌশিক রাই, মুখপাত্র রাজদীপ রায়, প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাষাগত বিষয়ে বলতে গিয়ে প্রদেশ সভাপতি উল্লেখ করেন, অসমিয়া ভাষা সহ আসামকে সবাই গ্রহণ করেছেন। তিনি তাঁর এই দাবির স্বপক্ষে বিভিন্ন উদাহরণও তুলে ধরেন। তিনি এও বলেন, বহু বাঙালিও এখন অসমিয়া ভাষায় পিএইচডি করছেন। এদিকে তিনি বলেন, এই সন্ধিক্ষণে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কে অসমিয়া, কে বাঙালি, কে হিন্দিভাষী সেদিকে এখন কারোর নজর দেওয়া উচিত নয়। সবাইকে নাগরিকত্ব বিলের পক্ষে সমর্থন করা উচিফ নয়। কংগ্রেস ও অগপ যে নোংরা রাজনীতি করছে, তাও প্রতিহত করার কথা বলেন তিনি।

December 2: Asserting his support for the Citizenship (Amendment) Bill, 2016, State Bharatiya Janata Party (BJP) President Ranjit Kumar Das said that since 1985, not a single school in Assam has been opened with Bengali, Nepali or Hindi as a medium of instruction. As such, a large number of Bengalis are now studying in Assamese medium schools. Mr. Das further went on to say that as per reports, the number of Bengalis studying in Assamese schools are more than even the Assamese community students.

The BJP State President was addressing the newsmen here at Silchar on Sunday after his 3-day tour of Barak Valley. BJP patriarch Kabindra Purkayastha, District President Kaushik Roy and BJP spokesperson Rajdip Roy were also present in the press meet. On the issue of language, Ranjit Das also stated that ethos of Assam and along with even Assamese language has been accepted by all. He cited examples to justify his claim and said that many Bengalis are even doing their P.hD in Assamese language.

Mr. Das then said that, at this juncture, in order to take the state forward, one should not see who is a Bengali, who is an Assamese or who is from the Hindi speaking community. Rather all should unitedly support the Citizenship Bill and refrain from dirty politics that the Congress and AGP are doing.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker