India & World UpdatesBreaking News
একইদিনে রাষ্ট্রসংঘে বক্তৃতা করবেন মোদি, ইমরানModi & Imran to speak in UNO on the same day
৯ সেপ্টেম্বরঃ একই দিনে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতা করবেন নরেন্দ্র মোদি এবং ইমরান খান। কাশ্মীর নিয়ে এক মাস ধরে চলা নতুন বাগ-যুদ্ধের মধ্যে এই ‘সম্মুখসমর’-ই এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চর্চার বিষয়। আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথমে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পরেই বক্তৃতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদি যেমন আন্তর্জাতিক মহলের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন, ইমরান খানও তেমনি এ নিয়ে সরব রয়েছেন। বিশ্বের দরবারে কাশ্মীর উপত্যকার মানুষের কথা তুলে ধরবেন বলে আগেই মন্তব্য করেছিলেন ইমরান। ইদানিংও তিনি রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলবেন বলে জানিয়েছেন। অন্য দিকে, কাশ্মীর প্রসঙ্গে ইতিমধ্যেই রাশিয়ার সমর্থন পেয়েছে ভারত। এটি যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাও বার বার বুঝিয়ে দিয়েছে মোদি সরকার। ফলে সে দিনের সাধারণ সভায় দু’দেশই কাশ্মীর প্রসঙ্গে নিজেদের পক্ষে জোরালো সওয়াল করবে।