Barak UpdatesIndia & World Updates

মোদি-হাসিনার ভিডিও কনফারেন্সে কুলাউড়া-মহিশাসন রেল প্রকল্পের কাজের সূচনা
Barak to witness international trains: Modi Hasina inaugurates Rail, Power projects via video link

১০ সেপ্টেম্বরঃ দিল্লিতে বসে নরেন্দ্র মোদী। ঢাকায় শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে কথা বললেন দুইজন। সূচনা হল এক ঐতিহাসিক প্রকল্পের। মহিশাসন দিয়ে ফের যুক্ত হবে ভারত-বাংলা রেললাইন। একই সঙ্গে শুরু হয় আগরতলা-আখাউড়া রেললাইনের বাংলাদেশ অংশের কাজও। সোমবার দুই প্রধানমন্ত্রী ৫০০ মেগাওয়াট বিদ্যুত বিনিময় চুক্তি কার্যকর করার লক্ষ্যেও কাজকর্ম শুরু করান।

কুলাউড়া-শাহবাজপুর-মহিশাসন প্রকল্পে সোমবার আসলে কাজ শুরু হয় কুলাউড়া-শাহবাজপুর পুনর্বাসন প্রকল্পের। এর পরই এই রেললাইন এগোবে মহিশাসন পর্যন্ত। হাসিনা-মোদি দুইজনই এ দিন কথা উল্লেখ করেন। তাঁরা জানান, এটি আসলে ট্রান্স-এশিয়ান রেল প্রজেক্টের অন্তর্গত।

ভারতের বিদ্যুত সংগ্রহের জন্য ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার দূরে কুষ্টিয়া জেলার ভেড়ামারায় একটি ইন্টার-কানেকশন গ্রিড তৈরি হয়েছে। আজ এরও উদ্বোধন হয় দুই প্রধানমন্ত্রীর বাক্যালাপে। এই গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুত পাবে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশের বিদ্যুত প্রাপ্তি দাঁড়াচ্ছে ১১৬০ মেগাওয়াটে।

ভিডিও কনফারেন্স ভিত্তিক এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দুই দেশের মানুষের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, তাহলে দুই দেশই উপকৃত হবে। তিনি এ দিন হাসিনার প্রশংসায় আগাগোড়া ছিলেন দরাজ। উল্লেখ করেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের রাষ্ট্র ও ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তুলতে হাসিনার সংকল্পের কথা। তাঁর কথায়, শুধু প্রটোকলের বেড়াজালে আটকে থাকলে হয় না। সীমানাঘেষা দুই দেশ পাড়ার প্রতিবেশীর মতো হতে হবে। যখন খুশি কথা বলবে, আসা-যাওয়া করবে। হাসিনা ও তিনি এমনটাই করেছেন বলে দাবি করেছেন মোদি।

১৯৬৫ পর্যন্ত চলা আসাম-বেঙ্গল রেললাইনকে মহিশাসন দিয়ে পুনঃযুক্ত করার ব্যাপারে হাসিনাই এগিয়ে এসেছিলেন, জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি ২০১৫ সালের বাংলাদেশ সফরের দিনগুলির কথা টেনে এনে বলেন, হাসিনাই সেই সময় অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুতের দাবি জানিয়েছিল। পাশে দাঁড়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ ট্রান্সমিশন লিঙ্ক তৈরি হয়। এখন ওই লিঙ্কে ১.১৬ গিগাওয়াট বিদ্যুত সরবরাহ হচ্ছে। নরেন্দ্র মোদি, শেখ হাসিনা ছাড়াও ভিডিও কনফারেন্সে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, বাংলাদেশের বিদেশ মন্ত্রী এএইচ মাহমুদ আলি ও ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

September 10: Indian Prime Minister Narendra Modi and Bangladeshi Prime Minister Sheikh Hasina and Chief Ministers of West Bengal and Tripura, Mamata Banerjee and Biplab Deb respectively jointly inaugurated three projects in Bangladesh through a video conference. The video conference was also attended by External Affairs Minister of India Sushma Swaraj and Foreign Minister of Bangladesh Abul Hassan Mahmood Ali. Both of them joined the video conferences from Delhi and Dhaka respectively.

The projects are 500 MW additional power supply from India to Bangladesh through the existing Bheramara (Bangladesh)-Baharampur (India) interconnection; Akhaura–Agartala rail link; and rehabilitation of the Kulaura-Shahbazpur section of Bangladesh Railways. Modi said Akhaura-Agartala rail link will provide another cross-border connectivity system between the two countries.

He recalled that during his visit to Bangladesh in 2015, it was decided that India will supply an additional 500 MW power to Bangladesh. He said this is being done using the transmission link between West Bengal and Bangladesh, and thanked CM Banerjee for her help in completion of this work.He said with the completion of this project, 1.16 gigawatts of power is now being supplied from India to Bangladesh. He said this quantum jump from megawatts to gigawatts is symbolic of a “golden era” in the relations between India and Bangladesh.

Appreciating Prime Minister Sheikh Hasina’s development goals of transforming Bangladesh into a middle-income country by 2021, and a developed country by 2041, PM Modi said closer relations and people-to-people ties between the two countries would take their development and prosperity to newer heights.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker