Barak UpdatesBreaking News
বরাকের উন্নয়নে যোগাযোগকেই প্রাধান্য বিধায়ক রাজদীপের, নাম পরিবর্তন চাইলেন রেল স্টেশনেরওMLA Rajdeep Goala laid stress on improving communication for developing Barak, demands renaming of Silchar station
১ আগস্ট : বিরোধী দলের বিধায়ক হলেও বরাকের উন্নয়নের স্বার্থে শাসক দলকে দোষারূপ বা পাল্টা দোষারূপে যাননি তিনি। বরং বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে যেতে সরকারে থাকা বরাকের প্রতিনিধি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ওপর আস্থা ব্যক্ত করলেন।পাশাপাশি বরাকের মানুষের জন্য বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করলেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালা।
গত কয়েকদিন আগে আসাম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীর উদ্যোগে বরাক উপত্যকা নিয়ে যে আলোচনার আয়োজন করা হয়েছিল, তাতে সামিল ছিলেন রাজদীপ। এ দিন তাঁর বক্তব্যে বাণিজ্য, চাকরি, যোগাযোগ, ভাষা শহিদ স্টেশন সব বিষয়ই উঠে এসেছে। এ দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বরাকের বেহাল যোগাযোগের বিষয়টি উপত্যকার সব বিধায়কের ভাষণেই স্থান পেয়েছে। রাজদীপ ইস্ট-ওয়েস্ট করিডোরের ওপর বিশেষ জোর দেন। এটি হলে শুধু বরাকই নয়, আসামের অন্য স্থানগুলোরও অনেক সুবিধা হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাক প্রায়ই রেল ও সড়কপথে বন্ধ থাকে। এর জন্য চন্দ্রনাথপুর-লঙ্কা হয়ে গুয়াহাটি পর্যন্ত বিকল্প সড়ক হলে অনেক সুবিধা হবে। তাছাড়া অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে এশীয় দেশগুলোর সঙ্গে বরাকের মাধ্যমে সংযোগ হলে এই অঞ্চলটি আরও উন্নত হবে। শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরকে ঢেলে সাজাতে তিনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া বরাক নদীকে মাধ্যম করে জলপথে যোগাযোগ আরও বাড়ানোর কথাও বলেন তিনি।
রাজদীপ এ দিন বেকারদের আরও চাকরি সুনিশ্চিত করারও দাবি তোলেন। তিনি বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে স্থানীয়দের নিয়োগের ব্যাপারে সরকার উদ্যোগ নিলে তা অনেক কমবে। আইটি সেক্টরেও তিনি নিয়োগের ব্যাপারে বলেছেন। বিধায়ক বলেন, বিভিন্ন জনগোষ্ঠীর উপজাতি মহিলারাও হস্ততাতের কাজ করেন। ফলে একে গুরুত্ব দিলে এখানকার অর্থনীতি চাঙ্গা হয়ে উঠতে পারে। এ দিকে, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে সাংস্কৃতিক আদান প্রদানের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। মিজোরামের সঙ্গে বরাক উপত্যকার দু’দিন পর পর জমি বিবাদের বিষয়টিও এদিন ফের মনে করিয়ে দেন সবাইকে। গুয়াহাটিতে বরাক উপত্যকার মানুষের জন্য একটি গেস্ট হাউস তৈরি করার অনুরোধ জানান তিনি।
বিধায়ক গোয়ালা বলেন, বরাক উপত্যকার অর্থনীতিতে প্রধান ভুমিকা নেয় চা-শিল্প ও কৃষি। ফলে এর জন্য সরকারকে আরও ভাবতে হবে। তিনি বিশেষভাবে শ্রমিকদের দৈনিক মজুরির কথাও এ দিন টেনে আনেন। কারণ সরকার বদল হলেও বরাক ও ব্রহ্মপুত্রে এখনও শ্রমিকদের দুই ধরনের মজুরি দেওয়া হচ্ছে। তিনি প্রথমে এটিসি বাগানগুলোকে একই হারে মজুরি দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিধায়ক রাজদীপ গোয়ালা আরও বলেন, কেন্দ্র সরকার বহু স্টেশনের নাম পরিবর্তন করেছে। মোঘলসরাই স্টেশনের নাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে হয়েছে। ফলে শিলচরের সব ভাষাভাষী মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে এখানকার রেল স্টেশনের নামটিও পরিবর্তন করা হোক।