Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এআইডিএসওর প্রতিবাদ সপ্তাহ
ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি : ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এআইডিএসও’র সর্বভারতীয় কমিটির ১ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসাবে গতকাল মঙ্গলবার কাছাড় জেলার শতাধিক কর্মী -সমর্থক প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। প্রতিবাদ সপ্তাহের দ্বিতীয় দিন বুধবারও প্রচারাভিযান চালায়৷ জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস বলেন, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি কেন্দ্র সরকারের কর্পোরেটদের স্বার্থে তৈরি৷ আসাম সরকার তা বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বানিজ্যিকীকরণের পথ প্রশস্ত করেছে।
শিক্ষা যেহেতু কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের তালিকায় রয়েছে, তাই রাজ্য সরকার ক্ষমতা প্রয়োগ করে এই বিতর্কিত শিক্ষা নীতিকে রাজ্যে চালু না করতে সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানানো হয়। সংগঠন মনে করে, নতুন নির্দেশিকা মেনে পাঁচ + তিন + তিন + চার ধাঁচে নতুন শিক্ষা কাঠামো চালু হলে শিক্ষার ব্যবসায়ীকরণ, ব্যক্তিগতকরণের গতি ত্বরান্বিত হবে। নতুন কাঠামোয় ছাত্রজীবনের অতি গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষাকে পরিকাঠামোহীন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আওতায় নিয়ে আসা হচ্ছে৷ ফলে অভিভাবকদের ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্ডেন, প্লে স্কুল ইত্যাদিতে সন্তানদের পাঠাতে বাধ্য করবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফুলেফেঁপে উঠবে৷ তখন ছাত্রছাত্রীদের অভাবের অজুহাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে৷
এই দিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সাবির আহমেদ, আপন লাল দাস, স্বপন চৌধুরী, শেফালি দাস, অরূপ মালাকার, নিরজ কালোয়ার প্রমুখ।